- Joined
- Feb 23, 2024
- Threads
- 62
- Comments
- 84
- Reactions
- 771
- Thread Author
- #1
এদের সম্পর্কে কুরআনের সূরা ইউনুসের ১৮ আয়াতে বলা হয়েছে—
وَيَعْبُدُونَ مِنْ دُونِ اللهِ مَا لَا يَضُرَّهُمْ وَلَا يَنْفَعُهُمْ وَيَقُولُونَ هُؤلاء شفَعَاؤُنَا عِنْدَ اللهِ قُل أننيتُونَ الله بمَا لَا يَعْلَمُ فِي السَّمَواتِ ولا أَتُنَبِّئُونَ بـ في الْأَرْضِ سُبْحْنَهُ وَتَعَلَى عَمَّا يُشْرِكُو
‘তারা আল্লাহ ব্যতীত যাদের পূজায়লিপ্ত রয়েছে, তারা তাদের লাভ ও ক্ষতি কিছুই করতে পারে না, আর এই অপকর্মের কৈফিয়ত স্বরূপ তারা বলে থাকে, ওরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী মাত্র।'
কুরআনে সূরা আয্-যুমারের তৃতীয় আয়াতে বর্ণিত আছে-
الا لِلَّهِ الدِّينُ الخَالِصُ وَالَّذِينَ اتَّخَذُوا مِنْ دُونِه اَوْلِيَاء كَمَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّ بُونَ إِلَى اللهِ زُلفى
“উপাসনাকে শুধু আল্লাহর জন্য নির্ধারিত কর। যারা আল্লাহকে ছেড়ে আরও পৃষ্ঠপোষকের দল গ্রহণ করেছে, তারা বলে থাকে আমরা ওদের পূজা অর্চনা শুধু এই আশাতে করি যে, তারা 'ওসীলা' হয়ে আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে।”
কোন কোন পীরভক্ত হয়তো এখানে বলবেন, মুরীদরা কি পীরের পূজা উপাসনা করে নাকি? অবশ্য এরূপ প্রশ্ন আদি বিনে হাতিম আল্লাহর রসূল (সঃ)-কে করেছিলেন। একদিন আল্লাহর রসূল(সঃ) কুরআনের সূরা তাওবার ৩১ নং আয়াতটি পাঠ করছিলেন-
কোন কোন পীরভক্ত হয়তো এখানে বলবেন, মুরীদরা কি পীরের পূজা উপাসনা করে নাকি? অবশ্য এরূপ প্রশ্ন আদি বিনে হাতিম আল্লাহর রসূল (সঃ)-কে করেছিলেন। একদিন আল্লাহর রসূল(সঃ) কুরআনের সূরা তাওবার ৩১ নং আয়াতটি পাঠ করছিলেন-
اتَّخَذُوا أَحْبَارَهُمْ رُهْبَانَهُمْ أَربَابًا مِنْ دُونِ
الله
الله
“ইয়াহুদী আর খৃষ্টানরা তাদের পণ্ডিত পুরোহিতদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে।”
এমন সময় খৃষ্টান পণ্ডিত আদি বিনে হাতিম সেখানে হাজির হয়ে বললেন, কই আমরা তো তাদের পূজা অর্চনা করি না। আল্লাহর রসূল (সঃ) বললেন, আল্লাহ যা হালাল করেছেন,সেগুলোকে যদি তারা হারাম বলে ঘোষণা করে, তাহলে তোমরা কি সেই হালালকে হারাম বলে গ্রহণ কর না? আর আল্লাহ যা হারাম করেছেন, সেগুলোকে যদি তারা হালাল বলে ফতোয়া দেয়, তাহলে তোমরা কি সেই হারামকে হালাল বলে স্বীকার কর না? আদি বললেন, জী হাঁ । আল্লাহর রসূল (সঃ) বললেন, এটাই হচ্ছে তাদের পূজা অর্চনা করা। (ইবনু জারীর )
মোটকথা, আল্লাহ কোন মানুষকে পাপমুক্ত করার শক্তি, হিদায়াত করার শক্তি, দেহ ও মনের পবিত্রতা সাধন করার শক্তি পাপের বোঝা বহন করার শক্তি এবং আল্লাহ ও বান্দার মধ্যে উকালতি করার শক্তি দেননি। এখন যদি কেউ বলে, মানুষ মেরেছি, দুর্নীতি করেছি, গুণ্ডামী করেছি, লাখ লাখ টাকা আত্মাসাৎ করেছি, গাড়ি বাড়ি করেছি, পর্বত প্রমাণ গুনাহর বোঝা হয়েছে, চতুর্দিক অন্ধকার । আমাকে বাঁচাবে কে- আমার ঐ পীর; আমাকে হিদায়াত করবে কে- আমার ঐ পীর; উকালতি করবে কে- আমার ঐ পীর। তাহলে এটাই হবে পীরের পূজা করা ।
এমন সময় খৃষ্টান পণ্ডিত আদি বিনে হাতিম সেখানে হাজির হয়ে বললেন, কই আমরা তো তাদের পূজা অর্চনা করি না। আল্লাহর রসূল (সঃ) বললেন, আল্লাহ যা হালাল করেছেন,সেগুলোকে যদি তারা হারাম বলে ঘোষণা করে, তাহলে তোমরা কি সেই হালালকে হারাম বলে গ্রহণ কর না? আর আল্লাহ যা হারাম করেছেন, সেগুলোকে যদি তারা হালাল বলে ফতোয়া দেয়, তাহলে তোমরা কি সেই হারামকে হালাল বলে স্বীকার কর না? আদি বললেন, জী হাঁ । আল্লাহর রসূল (সঃ) বললেন, এটাই হচ্ছে তাদের পূজা অর্চনা করা। (ইবনু জারীর )
মোটকথা, আল্লাহ কোন মানুষকে পাপমুক্ত করার শক্তি, হিদায়াত করার শক্তি, দেহ ও মনের পবিত্রতা সাধন করার শক্তি পাপের বোঝা বহন করার শক্তি এবং আল্লাহ ও বান্দার মধ্যে উকালতি করার শক্তি দেননি। এখন যদি কেউ বলে, মানুষ মেরেছি, দুর্নীতি করেছি, গুণ্ডামী করেছি, লাখ লাখ টাকা আত্মাসাৎ করেছি, গাড়ি বাড়ি করেছি, পর্বত প্রমাণ গুনাহর বোঝা হয়েছে, চতুর্দিক অন্ধকার । আমাকে বাঁচাবে কে- আমার ঐ পীর; আমাকে হিদায়াত করবে কে- আমার ঐ পীর; উকালতি করবে কে- আমার ঐ পীর। তাহলে এটাই হবে পীরের পূজা করা ।
পীরতন্ত্রের আজব লীলা
মাওলানা আবূ তাহের বর্ধমানী (রহ.)
মাওলানা আবূ তাহের বর্ধমানী (রহ.)
Last edited: