- Joined
- Jan 3, 2023
- Threads
- 647
- Comments
- 790
- Reactions
- 6,877
- Thread Author
- #1
উত্তর: রাসূল (সাঃ) বলেছেন, "রাতের সালাত দুই দুই রাকআত করে অর্থাৎ প্রত্যেক দুই রাকআত পর পর সালাম ফিরাতে হবে। (বুখারী, হা. ৯৯০)
এতে বুঝা যায় প্রত্যেক দুই রাকআত পর সালাম ফিরাতে হবে। তারাবীর সালাতের ক্ষেত্রে সাহাবীরা এবং ইমামগণ থেকে এমনটিই বর্ণিত হয়েছে। তবে তাঁরা কিরআত ও রুকনসমূহ লম্বা করতেন। চার রাকআতের পর একটু বিশ্রাম নিতেন।
এজন্য এ সালাতকে তারাবী বা বিশ্রামের সালাত বলে নামকরণ করা হয়েছে। কিন্তু বিতর সালাত একত্রে এক সালামে তিন, পাঁচ বা সাত রাকআত পড়া যায়। শেষ রাকআতে সালাম ফেরাবে। আয়েশা (রাদি. আনহা) থেকে সহীহ হাদীসে এমনটিই বর্ণিত হয়েছে। (মুসলিম)
কোনো অবস্থায় তারাবী বা তাহাজ্জুদের সালাত এক সাথে চার রাকআত আদায় করা জায়েজ নয়।
সূত্র: 'প্রশ্নোত্তরে সিয়াম' বই থেকে, পৃ: ৬১; আত তাওহীদ প্রকাশনী, মূল লেখক- প্রাক্তন সৌদি স্থায়ী ফতোয়া কমিটির সদস্য ড. জিবরীন (রাহি.)
এতে বুঝা যায় প্রত্যেক দুই রাকআত পর সালাম ফিরাতে হবে। তারাবীর সালাতের ক্ষেত্রে সাহাবীরা এবং ইমামগণ থেকে এমনটিই বর্ণিত হয়েছে। তবে তাঁরা কিরআত ও রুকনসমূহ লম্বা করতেন। চার রাকআতের পর একটু বিশ্রাম নিতেন।
এজন্য এ সালাতকে তারাবী বা বিশ্রামের সালাত বলে নামকরণ করা হয়েছে। কিন্তু বিতর সালাত একত্রে এক সালামে তিন, পাঁচ বা সাত রাকআত পড়া যায়। শেষ রাকআতে সালাম ফেরাবে। আয়েশা (রাদি. আনহা) থেকে সহীহ হাদীসে এমনটিই বর্ণিত হয়েছে। (মুসলিম)
কোনো অবস্থায় তারাবী বা তাহাজ্জুদের সালাত এক সাথে চার রাকআত আদায় করা জায়েজ নয়।
সূত্র: 'প্রশ্নোত্তরে সিয়াম' বই থেকে, পৃ: ৬১; আত তাওহীদ প্রকাশনী, মূল লেখক- প্রাক্তন সৌদি স্থায়ী ফতোয়া কমিটির সদস্য ড. জিবরীন (রাহি.)