- Joined
- Dec 7, 2022
- Threads
- 151
- Comments
- 158
- Reactions
- 1,331
- Thread Author
- #1
এক সাধারণ সুন্নাহ প্রেমীর ঘটনা
ইমাম বারবাহারী রহিমাহুল্লাহর দারসের পাশ দিয়ে জনৈক বিদয়াতি যাচ্ছিল। তো বিদয়াতী লোকটি ঐ মজলিসের এক সাধারণ ব্যক্তিকে কটাক্ষ করে বলল: এরা তো হাম্বলী!!ইবনু বাত্তাহ রহিমাহুল্লাহ বলেন:
তখন ঐ সাধারণ লোকটি ওর দিকে এগিয়ে গিয়ে বললঃ শোন, হাম্বলীরা তিনভাগে বিভক্ত:
১) পরহেযগার, সালাত-সিয়ামে ব্যস্ত থাকে।
২) লেখালেখি ও ফিকহ নিয়ে পড়ে থাকে।
৩) তোমার মতো বিদয়াতীকে ধরে ধরে থাপড়ায়!!
এই কথা বলেই বিদয়াতীকে কয়েকটা ধপাধপ...
طبقات الحنابلة: (٤٣/٢)