প্রশ্নোত্তর এক্বামতের জওয়াব দেওয়ার ব্যাপারে কোন হাদীছ বর্ণিত হয়েছে কি?

Joined
Feb 23, 2023
Threads
367
Comments
419
Reactions
2,146
এ ব্যাপারে সরাসরি হাদীছ বর্ণিত হয়নি। তবে নবী করীম (ছাঃ) বলেন, মুওয়াযযিন যা বলেন তোমরাও তাই বল (বুখারী, মুসলিম, মিশকাত হা/৬৫৭)।
উক্ত হাদীছে থেকে এক্বামতের উত্তর দেওয়ার বিষয়টি প্রমাণিত হয় (আলবানী, মিশকাত হা/৬৭০-এর টীকা দ্রঃ)। তাছাড়া অন্য হাদীছে আযান ও এক্বামত দু’টিকেই আযান বলা হয়েছে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৬৬২; ছালাতুর রাসূল (ছাঃ), পৃ. ৭৬)।
এজন্য অধিকাংশ বিদ্বান এক্বামতের জবাব দেওয়া মুস্তাহাব বলেছেন (ইবনু কুদামাহ, মুগনী ১/৩১০)।

আত তাহরীক
 
Similar threads Most view View more
Back
Top