রাসূলুল্লাহ্ ﷺ বলেছেন:
কিয়ামাতের দিন আল্লাহ বলবেন —
সহিহ মুসলিম, হাদিস নং ৬৪৪২
কিয়ামাতের দিন আল্লাহ বলবেন —
“আমার মহত্ত্বের কারণে একে অপরের প্রতি ভালবাসা স্থাপনকারীরা কোথায়?
আজ আমি তাদেরকে আমার বিশেষ ছায়ায় ছায়া প্রদান করব। আজ এমন দিন, যেদিন আমার ছায়া ব্যতীত অন্য কোন ছায়া নেই।”
সহিহ মুসলিম, হাদিস নং ৬৪৪২