অন্যান্য একটি গুরুত্বপূর্ণ হাদীস

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
1,025
Comments
1,211
Solutions
1
Reactions
11,233
আবু জার গিফারী (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন :

"হে আমার বান্দারা। আমি স্বয়ং নিজের উপরই যুলুম হারাম করে দিয়েছি। তেমনিভাবে তোমাদের উপরও তা হারাম করে দিলাম। সুতরাং তোমরা একে অপরের উপর যুলুম করো না।

হে আমার বান্দারা। তোমরা সবাই পথভ্রষ্ট শুধু সে-ই সঠিক পথ পাবে যাকে আমি সঠিক পথ দেখাবো। অতএব তোমরা আমার নিকট সঠিক পথের সন্ধান কামনা করো, তা হলে আমি তোমাদেরকে সঠিক পথের সন্ধান দিবো।

হে আমার বান্দারা। তোমরা সবাই ক্ষুধার্ত। শুধু সে-ই আহারকারী যাকে আমি আহার দিবো। অতএব তোমরা আমার নিকট আহার চাও। আমি তোমাদেরকে আহার দিবো।

হে আমার বান্দারা। তোমরা সবাই বিবস্ত্র। শুধু সে-ই আবৃত যাকে আমি আবরণ দিবো। অতএব তোমরা আমার নিকট আবরণ চাও। আমি তোমাদেরকে আবরণ দিবো।

হে আমার বান্দারা। তোমরা সবাই রাতদিন গুনাহ্ করছো। আর আমিই হলাম সকল গুনাহ্ ক্ষমাকারী। অতএব তোমরা আমার নিকট ক্ষমা চাও। আমি তোমাদেরকে ক্ষমা করে দিবো।

হে আমার বান্দারা! তোমরা কস্মিনকালেও আমার কোনো ক্ষতি বা লাভ করতে পারবে না। হে আমার বান্দারা। যদি তোমাদের সর্বপ্রথম ও সর্বশেষ ব্যক্তি; এমনকি সকল মানুষ ও জিন একজন সর্বশ্রেষ্ঠ আল্লাহভীরু ও মুত্তাকি হয়ে যায়, তাতে আমার ক্ষমতা ও প্রতিপত্তি এতটুকুও বাড়বে না।

হে আমার বান্দারা! যদি তোমাদের সর্বপ্রথম ও সর্বশেষ ব্যক্তি এমনকি সকল মানুষ ও জিন একজন সর্বনিকৃষ্ট ফাসিক ও অবাধ্য হয়ে যায় তাতেও আমার ক্ষমতা ও প্রতিপত্তি এতটুকুও কমবে না।

হে আমার বান্দারা! যদি তোমাদের সর্বপ্রথম ও সর্বশেষ ব্যক্তি এমনকি সকল মানুষ ও জিন এক জায়গায় অবস্থান করে যার যা চাওয়ার দরকার আমার কাছে তা চায় এবং আমিও প্রতিটি মানুষের চাওয়া পরিপূর্ণভাবে দিয়ে দেই তাতে আমার ভাণ্ডার থেকে এতটুকুই কমবে যা কমে সাগরে একটি সুই ফেলে তা উঠিয়ে নেয়ার পর।

হে আমার বান্দারা! তোমাদের আমলগুলো আমি হিসেব করে রাখছি যা আমি তোমাদেরকে সময়মতো পরিপূর্ণভাবে প্রতিদানরূপে দিয়ে দিবো। তখন যে নিজের কল্যাণ দেখতে পাবে সে যেন একমাত্র আল্লাহ্ তা'আলারই প্রশংসা করে। আর যে অকল্যাণ দেখতে পাবে তখন সে যেন নিজকেই নিজে দোষে। অন্য কাউকে নয়"

[সহীহ মুসলিম]
 
Similar threads Most view View more
Back
Top