প্রশ্ন এইআই দিয়ে ছবি বা ভিডিও শব্দসহ বানানো যাবে ?

Joined
Mar 25, 2024
Threads
10
Comments
14
Reactions
125
বর্তমানে বিভিন্ন এআই দিয়ে ছবি বা অডিও/ভিডিও/অডিও সহ ভিডিও তৈরি করা যায় । এখন এআই দিয়ে কি বিভিন্ন প্রানীর বা মানুষের ছবি/ভিডিও অথবা প্রাকৃতিক দৃশ্যের সাথে মানুষের কন্ঠ দেয়া যাবে ?
ভিডিও গুলো যদি শালীন বা হয়(পর্দার খেলাফ না হয়) , মানুষকে ধোকা দেয়ার উদ্দেশ্যে না হয় এবং ভিডিওতে লেখা থাকবে এআই জেনারেটেড ভিডিও তাহলে কি এসব ভিডিও তৈরি করা যাবে ?
 
এআই দিয়ে ছবি বানানো জায়েজ হবে না।
এআই নিজ থেকে কিছু করতে পারেনা যতক্ষণ না আপনি এটাকে অর্ডার বা কমান্ড করেন। আপনি এটাকে যেমন প্রম্পট দিবেন এটা আপনার হয়ে সেটা করে দিবে যার ফলে এটা দিয়ে ছবি আঁকানোর বা তৈরীর জন্য আপনি নিজেই গুনাহগার হবেন।

পেন্সিল কিংবা কলমের মতোই আপনি না আঁকলে এগুলো নিজ থেকে আঁকতে পারেনা।

এখানেও দেখতে পারেন -

 
Islamic animation & anime | ইসলামে কার্টুন দেখার বিধান নিয়ে বিস্তারিত আলোচনা https://salafi... | Facebook

ছবি নিয়ে বিস্তারিত জানতে এই ফোরামে একটি বই আছে। (লানত প্রাপ্ত যারা ) কামাল আহমেদ হাফিজাহুল্লাহর সংকলিত আমার আপলোড করা। কষ্ট করে খুঁজে বের করে ছবি অধ্যায়টি পরুন। তারপর উপরের লিংকের পোস্ট পরুন। পোস্টটি এই ফোরামে আছে কিন্তু আমি খুজে পাইনি।
 
***

ছবি নিয়ে বিস্তারিত জানতে এই ফোরামে একটি বই আছে। (লানত প্রাপ্ত যারা ) কামাল আহমেদ হাফিজাহুল্লাহর সংকলিত আমার আপলোড করা। কষ্ট করে খুঁজে বের করে ছবি অধ্যায়টি পরুন। তারপর উপরের লিংকের পোস্ট পরুন। পোস্টটি এই ফোরামে আছে কিন্তু আমি খুজে পাইনি।
এই যে এটা লানতপ্রাপ্ত যারা - PDF
 
Back
Top