পবিত্রতা ঋতু হতে পবিত্র হওয়ার পদ্ধতি কী?

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,581
ঋতু হতে পবিত্র হওয়ার পদ্ধতি হল, তুলা বা নেকড়ায় সুগন্ধি নিয়ে লজ্জাস্থান ভাল করে পরিষ্কার করে নিয়ে গোসল করবে।

আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, ‘জনৈক আনছারী মহিলা নবী করীম (ﷺ)-কে হায়েযের গোসল সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি তাকে নির্দেশ দিয়ে বলেন, তুমি কিরূপে গোসল কর। অতঃপর বললেন, তুমি মেশকের সুগন্ধিযুক্ত একটি কাপড়ের টুকরা নিবে এবং তা দিয়ে পবিত্রতা অর্জন করবে’ (সহীহ বুখারী, হা/৩১৪; মিশকাত, হা/৪৩৭)।

ঋতু হতে পবিত্র হওয়ার গোসল ফরয গোসলের মত নয়। কারণ ফরয গোসলের জন্য সালাতের ন্যায় ওযূ করতে হয় (সহীহ বুখারী, হা/২৪৮; মিশকাত, হা/৪৩৫)।

কিন্তু ঋতু হতে পবিত্রতা অর্জনের জন্য ওযূ আবশ্যক নয়।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
This user is banned.
Interaction with this account is disabled until the ban ends.
Masahallah
 
Similar threads Most view View more
Back
Top