ইবনু সা'দি রহিমাহুল্লাহ বলেন, “ঈমান বৃদ্ধির অন্যতম উপকরণ হলো অধিক পরিমাণে আল্লাহ তাআলার যিকির করা৷ বিভিন্ন দুআ পাঠ করা; দুআ হলো সকল ইবাদাতের মগজ। আল্লাহর যিকির হৃদয়ে ঈমানের বীজ বপন করে, তাকে পুষ্টি যোগায় এবং বাড়িয়ে তোলে। বান্দা যত যিকির করবে তার ঈমান তত বাড়তে থাকবে। সুতরাং যে আল্লাহকে ভালোবাসে সে যেন তাঁর যিকির করে। আর আল্লাহর ভালোবাসাই হলো ঈমান, বরং ঈমানের মূল প্রাণশক্তি ।′
--আত তাওযিহ ওয়াল বায়ান: ৩২
--আত তাওযিহ ওয়াল বায়ান: ৩২