Doing Automated Jobs
- Joined
- Nov 1, 2022
- Threads
- 4,848
- Comments
- 4,360
- Solutions
- 1
- Reactions
- 63,084
- Thread Author
- #1
প্রশ্ন :-ইসলামে মায়ের অধিকার কি?
উত্তর :- আলহামদুলিল্লাহ্।
রাসুল (ﷺ) বলেন আহমেদ হাদিসে-
‘‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত ’’
যে ব্যক্তি মাকে খেদমত করবে,সেবা করবে কষ্ট দিবেনা তাহলে সে বেহেশতে যাবে -
‘‘একজন সাহাবি রাসুল (ﷺ)কে জিজ্ঞেস করেন পুরো পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে আমার মহাববতের সব চাইতে বেশি হকদার? আল্লাহর নবী বললেন তোমার মা,তারপর কে? তিনি বললেন- তোমার মা,তারপর কে? তিনি বললেন-তোমার মা। তারপর কে? তিনি বললেন তোমার বাবা’’। সহীহ বুখারি-৮:কিতাবুন আদব-২:হাদিস-২
অতএব ৭৫% হিস্যা মায়ের অধিকারে আসে,বাকি ২৫% বাবার দিকে। অর্থাৎ মায়ের জন্য সোনার পদক, সিলভার পদক এবং তামার পদকও মায়ের জন্য, বাবার জন্য শুধু শান্তনা পুরুষ্কার।
আল্লাহ্ সবচেয়ে ভালো জানেন।
সুত্রঃ ড. জাকির নায়েক এর প্রশ্ন - উত্তর পর্ব সমগ্র
উত্তর :- আলহামদুলিল্লাহ্।
রাসুল (ﷺ) বলেন আহমেদ হাদিসে-
‘‘মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত ’’
যে ব্যক্তি মাকে খেদমত করবে,সেবা করবে কষ্ট দিবেনা তাহলে সে বেহেশতে যাবে -
‘‘একজন সাহাবি রাসুল (ﷺ)কে জিজ্ঞেস করেন পুরো পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে আমার মহাববতের সব চাইতে বেশি হকদার? আল্লাহর নবী বললেন তোমার মা,তারপর কে? তিনি বললেন- তোমার মা,তারপর কে? তিনি বললেন-তোমার মা। তারপর কে? তিনি বললেন তোমার বাবা’’। সহীহ বুখারি-৮:কিতাবুন আদব-২:হাদিস-২
অতএব ৭৫% হিস্যা মায়ের অধিকারে আসে,বাকি ২৫% বাবার দিকে। অর্থাৎ মায়ের জন্য সোনার পদক, সিলভার পদক এবং তামার পদকও মায়ের জন্য, বাবার জন্য শুধু শান্তনা পুরুষ্কার।
আল্লাহ্ সবচেয়ে ভালো জানেন।
সুত্রঃ ড. জাকির নায়েক এর প্রশ্ন - উত্তর পর্ব সমগ্র