অন্যান্য ইসলামী শরীয়তে ৪ টি স্থানে সম্মিলিতভাবে দু‘আ করা জায়েজ

Joined
Jan 3, 2023
Threads
887
Comments
1,056
Reactions
9,491
ইসলামী শরীয়তে ৪ টি স্থানে সম্মিলিতভাবে দু‘আ করা জায়েজ। যেমন:-

(১). নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাত তুলে সম্মিলিত দু‘আ করেছেন, পানি চাওয়ার জন্য। (সহীহ বুখারী, হা/১০২৯, ১/১৪০ পৃ.; সহীহ মুসলিম, হা/৮৯৬, ১/২৯৩ পৃ.; মিশকাত, হা/১৪৯৮ ‘ইস্তিস্কা’ অনুচ্ছেদ),

(২). বৃষ্টি বন্ধের জন্য। (সহীহ বুখারী হা/১০১৩, ১/১৩৭ পৃ.), চন্দ্র ও সূর্যগ্রহণের সময় (সহীহ মুসলিম হা/৯১৩, ১/২৯৯ পৃ.;সহীহ বুখারী হা/১০৪০ ও ১০৪৩),

(৩). কুনূতে নাযেলা পাঠের সময়। (মুসনাদে আহমাদ, হা/১২৪২৫; ত্বাবারাণী, আল-মু‘জামুছ ছগীর, হা/৫৩৬, সনদ সহীহ; আবু দাঊদ, হা/১৪৪৩, সনদ হাসান; মিশকাত, হা/১২৯০),

(৪). বিতর সালাতে কুনূত পড়ার সময়।(সহীহ ইবনু খুযায়মাহ, হা/১০৯৭; আলবানী, ছিফাতু ছালাতিন নাবী, পৃ. ১৮০; ফাতাওয়া আরক্বানিল ইসলাম, পৃ. ৩৫০-৩৫১, ফৎওয়া নং-২৭৭)


কৃতজ্ঞতায়- উস্তাদ জুয়েল মাহমুদ সালাফী
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top