ইমাম ইবনে হাজার আল-আসকালানী রহিমাহুল্লাহ বলেন : নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবূওয়াত লাভের পর সশরীরে আত্মা ও দেহসহ জাগ্রতাবস্থায় একই রাতে ইসরা ও মি'রাজ সংঘঠিত হয়। ইহাই অধিকাংশ বিদ্বানের মত এবং সঠিক মত। (ফাতহুল বারী, ১৫/৪৪ পৃষ্ঠা)
আল্লাহ তা'আলা ইসরা সম্পর্কে বলেন :
سبحان الزى اسرى بعبر ه ليلا من المسحر الحر الحر ام الى المسجر الاقصى
"পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছেন মাসজিদে হারাম হতে মাসজিদে আকসা পর্যন্ত।" (সূরাহ বানী ইসরাঈল ১৭ : ১)
তিনি মি'রাজ সম্পর্কে বলেন : "নিশ্চয় সে তাকে (অর্থাৎ- মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আমীনকে) আরেকবার দেখেছিল সিদরাতুল মুন্তাহার নিকটে, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত, যখন বৃক্ষটি যা দ্বারা আচ্ছন্ন হওয়ার, তা দ্বারা আচ্ছন্ন ছিল, তাঁর দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমালঙ্ঘন করেনি। নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।" (সূরাহ আন নাজম ৫৩ : ১৩-১৮)
এ হলো আল-কুরআনের ভাষ্য, আর বুখারী ও মুসলিমসহ অসংখ্য সহীহ হাদীসে নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসরা ও মি'রাজের ইতিবৃত্ত বর্ণিত হয়েছে যা এক দীর্ঘ আলোচনা। মোটকথা ইসরা ও মি'রাজ ছিল চিরন্তন সত্যের এক মহা নিদর্শন, যা সশরীরে ও জাগ্রতাবস্থায় সংঘটিত হয়েছিল, আর তা ছিল আল্লাহর পক্ষ হতে নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এক বিশেষ মু'জিযা এবং তাঁর নবূওয়াত ও রিসালাতের সত্যতা প্রমাণের এক বলিষ্ঠ দলীল।
[রেফারেন্স : শবে মি'রাজ করণীয় ও বর্জনীয় বই থেকে; লেখক : Shaikh Dr. Mohammad Shahidullah Khan Madani; প্রকাশনায় : আল-খাইর পাবলিকেশন্স, ঢাকা।]
আল্লাহ তা'আলা ইসরা সম্পর্কে বলেন :
سبحان الزى اسرى بعبر ه ليلا من المسحر الحر الحر ام الى المسجر الاقصى
"পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছেন মাসজিদে হারাম হতে মাসজিদে আকসা পর্যন্ত।" (সূরাহ বানী ইসরাঈল ১৭ : ১)
তিনি মি'রাজ সম্পর্কে বলেন : "নিশ্চয় সে তাকে (অর্থাৎ- মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরীল আমীনকে) আরেকবার দেখেছিল সিদরাতুল মুন্তাহার নিকটে, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত, যখন বৃক্ষটি যা দ্বারা আচ্ছন্ন হওয়ার, তা দ্বারা আচ্ছন্ন ছিল, তাঁর দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমালঙ্ঘন করেনি। নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে।" (সূরাহ আন নাজম ৫৩ : ১৩-১৮)
এ হলো আল-কুরআনের ভাষ্য, আর বুখারী ও মুসলিমসহ অসংখ্য সহীহ হাদীসে নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসরা ও মি'রাজের ইতিবৃত্ত বর্ণিত হয়েছে যা এক দীর্ঘ আলোচনা। মোটকথা ইসরা ও মি'রাজ ছিল চিরন্তন সত্যের এক মহা নিদর্শন, যা সশরীরে ও জাগ্রতাবস্থায় সংঘটিত হয়েছিল, আর তা ছিল আল্লাহর পক্ষ হতে নাবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য এক বিশেষ মু'জিযা এবং তাঁর নবূওয়াত ও রিসালাতের সত্যতা প্রমাণের এক বলিষ্ঠ দলীল।
[রেফারেন্স : শবে মি'রাজ করণীয় ও বর্জনীয় বই থেকে; লেখক : Shaikh Dr. Mohammad Shahidullah Khan Madani; প্রকাশনায় : আল-খাইর পাবলিকেশন্স, ঢাকা।]