• আবুল মুসান্না বর্ণনা করেন, 'মার্ভ শহরে একবার লোকদের বলাবলি করতে শুনি, সুফিয়ান আস-সাওরি এসেছেন। তাকে দেখার জন্য উৎসুক জনতার সাথে আমিও ভিড় করি। কিন্তু কিছুক্ষণ পর অবাক বিস্ময়ে লক্ষ করি, এই মহামনীষী নিতান্ত এক বালক; সবেমাত্র তার চেহারায় দাড়ি-গোঁফের রেখা দেখা দিয়েছে।' [হিলইয়াতুল আউলিয়া, খন্ড : ৬; যাহাবি, তারিখুল ইসলাম]
• আসিম ইবনু আবিন নাজুদ বিভিন্ন বিষয়ে ফতোয়া জানার জন্য সুফিয়ান আস-সাওরির কাছে আসতেন। যাওয়ার সময় বলতেন, 'সুফিয়ান, ছোট বয়সে আপনি আমাদের কাছে আসতেন আর বুড়ো বয়সে আমরা আপনার কাছে আসি।' [ওয়াফায়াতুল আয়ান, ইবনু খাল্লিকান, খন্ড : ২]
• ওয়ালিদ ইবনু মুসলিম বলেন, 'গোঁফ-দাড়ি ওঠার বয়স হওয়ার আগেই সুফিয়ান মক্কায় ফতোয়া দেওয়া শুরু করেন।' [তাহযিবুত তাহযিব, খন্ড : ৪]
• আসিম ইবনু আবিন নাজুদ বিভিন্ন বিষয়ে ফতোয়া জানার জন্য সুফিয়ান আস-সাওরির কাছে আসতেন। যাওয়ার সময় বলতেন, 'সুফিয়ান, ছোট বয়সে আপনি আমাদের কাছে আসতেন আর বুড়ো বয়সে আমরা আপনার কাছে আসি।' [ওয়াফায়াতুল আয়ান, ইবনু খাল্লিকান, খন্ড : ২]
• ওয়ালিদ ইবনু মুসলিম বলেন, 'গোঁফ-দাড়ি ওঠার বয়স হওয়ার আগেই সুফিয়ান মক্কায় ফতোয়া দেওয়া শুরু করেন।' [তাহযিবুত তাহযিব, খন্ড : ৪]