জনশ্রুতি আছে, একবার ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছেলে মারা গেলে এক অগ্নিপূজারি তাকে সান্ত্বনা দিয়ে বলে, 'শোকের মুহূর্তে জ্ঞানী ব্যক্তির ঠিক তা-ই করা উচিত যা একজন মূর্খ এক সপ্তাহ পরে করে থাকে।' এ কথা শোনামাত্রই তিনি শোকতাপ ঝেড়ে ফেলে উপস্থিত লোকদের বলেন, 'তোমরা কথাটি লিখে রাখো।'
– ফাইযুল কাদির, মানাওয়ি, খণ্ড: ৩; পৃষ্ঠা: ২৩০
– ফাইযুল কাদির, মানাওয়ি, খণ্ড: ৩; পৃষ্ঠা: ২৩০