ইমামদের পেছনে লাগা মুসলিমদের বৈশিষ্ট নয়।

Joined
Nov 5, 2024
Threads
29
Comments
64
Reactions
394
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

সমস্ত প্রশংসা আল্লাহ'র যিনি যাকে ইচ্ছে ইলম এর জ্ঞান দান করেন এবং মুর্খতা থেকে আলোর পথ দেখান। অসংখ দুরুদ ও সালাম নবী মুহাম্মদ (সাঃ) এর উপর।

আমার দীনি ভাই ও বোনেরা, সম্প্রতিকালে একটা জিনিস খুব বেশী লক্ষ্য করা গেছে, আমরা নিজের সংশোধেনের বিপরীতে ইমামদের পেছনে লেগে থাকি কোনো মতামত/মাসয়ালা পছন্দ না হলে। আবার অনেকে যুক্তি তর্কতে তাদের ছোট করার চেষ্টা করে থাকি যেনো আমাদের লক্ষ্য আল্লাহ'র সন্তুষ্টি অর্জন থেকে নিজের নফস এর দাসত্ব এবং ইচ্ছাপূরণই মুল। ইমাম আবু হানিফা রাঃ এর ব্যাপারে সবচেয়ে বেশী আমি এটা আমি দেখি। অনেক সালাফি দাবি করা ব্যাক্তিগনের ভেতর এ ধরণের ভুল বিরাজ করছে দেখা যায়। তাই দ্বীনী ভাই হিসেবে কিছু নাসীহাহ।

আমাদের রব অসীম দয়ালু এবং পরম করুনাময়। যিনি তার বান্দার প্রতি গর্ভধারিনী মা থেকেও বেশী মায়া করেন। যিনি কুরআন এবং সুন্নাহতে আমাদের জন্যে অসংখ উদাহারন দিয়েছেন যাতে আমরা শিক্ষা লাভ করতে পারি। যিনি ১০০ খুন করা অপরাধীকে ক্ষমা করেন, যিনি বলেন যারা নিজের নফস এর উপর জুলুম করেছো তারা আল্লাহ'র রহমত থেকে নিরাশ হইয়ো না, আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দিবেন। যার দয়া এমন যে কিছু মানুষ হাশরের সময় আফসস করবে যদি তারা আরো বেশী গুনাহ করত কেননা আমাদের রব তাদের গুনাহকে নেকী দিয়ে পরিবর্তন করে দিবেন।

এই কথাগুলা প্রথমে বলার একমাত্র কারণ হলো আমরা যেমন রবের মহানভবতা না ভুলি তেমন এটাও না ভুলি যে আমাদের রব শাস্তি দানেও কঠোর। যিনি বান্দার এক কথা/কাজে অসুন্তুস্ট হলে সারাজিবনের আমল বাতিল করে দিতে পারেন। আমাদের কারোই জান্নাতের সার্টিফিকেট হাতে নেই অতএব আমরা স্বীয় অবস্থা নিয়ে যেনো অহংকারে মত্ত না হই বরং আমরা নিজেদের বিনয়ী রাখি যাতে আমরা আমাদের রবের অনুগ্র্হ লাভ করতে পারি।

ইমাম হানিফা রাঃ এর অনেক মাসয়ালা নিয়ে অনেকের মতভেদ আছে, আমিও নিজে রাফা ইয়াদিন করি এবং যেখান সুন্নাহের দলিল স্পষ্ট সেখানে সেটাই গ্রহণ করে থাকি কারণ সালাফদের মুল লক্ষই কুরআন এবং সুন্নাহের কাছাকাছি যাওয়া, কোনো ব্যাক্তির তাক্কলিদ নয়। ইমাম হানিফা কি তাবি' ছিলেন বা ছিলেন না, তাকে জোর করে ভ্রান্ত বানানোর চেস্টাতে আমাদের কোনো ফায়দা নেই। সুধু তিনি নয়, যে কোনো আলেম ভুলের উর্ধে নয়, বর্তমানেও অনেক সময় মুখ ফসকেও ভুলে বলে বসে এটাই দেখা যায়, আমাদের উচিৎ যা ভুল তা এড়িয়ে সুধু সঠিক টুকুই গ্রহণ করা। যেই মাসয়ালা তে ভুল/দুর্বলতা আছে আমাদের জ্ঞান থাকলে সেই মাসয়ালার বিপরীতে সঠিকটা প্রচার করা এবং পালন করার চেষ্টাই সঠিক এবং তা হতে হবে আদবের সহিত। এর জন্যে পুরো ব্যাক্তিকে দোষী বানিয়ে ফেললে ভুলে ছাড়া একজন আলিমও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে।

এটা আহলে সুন্নাহ ওয়াল জামা'আ এর মত যে চার ইমাম তাদের অন্তর্ভুক্ত। আলেমদের বিপরীতে তাদের মতভেদ ব্যাক্তিগত কলহ থাকলে সেটা আমাদের জন্যে ফলাও করার বিষয় নয়। দুঃখের বিষয় আমাদের সালাত আদায় করা ব্যাক্তিদের মধ্যে ৯০% সুরাহ ফাতিহা এর উচ্চারন এবং অর্থই জানেনা, আমাদের গোড়াতেই অনেক গলদ যা আমাদের সংশোধন বেশী জরুরি। ইমাম আবু হানিফা সম্পর্কে কিছু প্রসিদ্ধ আলিমদের বক্তব্য সংক্ষিপ্ত করে আমি তুলে ধরলাম।


শেখ সালেহ আল ফাইজান রাঃ বলেন,

"ইমাম আবু হানিফা রাঃ আমাদের আহলে সুন্নাহ ওয়াল সুন্নাহ ওয়াল জামা'আ এর ইমাম এবং ঊদাহারন। আল্লাহ তাকে দয়া করুন এবং ক্ষমা করুন। এতে যে রাগান্বিত হতে চায় হোক, যে খুশি হতে চায় হোক। তার সময়ে অনেক মিথ্যা হাদিস এবং বানোয়াট ব্যাপার ছিলো তাই তিনি কিয়াসের উপর নির্ভর করেছেন যা কুরআন সুন্নাহের বাইরে নয়। কিতাব আস সুন্নাহতেও তার ব্যাপারে কিছু আপত্তিকর কথা পরে ছাপানো হয়েছে যা প্রথমে ছিলো না এবং কিছু ---- ব্যাক্তি এগুলা বের করে এনেছে। আমরা আমাদের ইমাম আবু হানিফাকে ভালোবাসি, তিনি আমাদের ইমাম, সুন্নাহ ওয়াল জামা'আ এর ইমাম। যে ব্যাক্তি তার কিয়াস নিয়ে আক্রমন করে তারা হল জাহিল। হয় সে বিদ্রোহী অথবা মুসলিমদের পথভ্রষ্ট করতে চায় ইমামদের হেয় করে। অথবা সে একটা জাহিল যে নিজেকে ইমাম আবু হানিফা থেকে বড় মনে করে এবং বিরুপ মন্তব্য করে অন্যান্য ইমামদের নিয়েও। এটা একটা সমস্যা কেননা তারা (জাহিলগণ) বলে [ইমামরা মানুষ এবং আমরাও মানুষ]। নাহ, তারা (ইমামগণ) ছিলেন আলিম , আর তোমরা জাহিল। যারা জানে আর যারা জানেনা তারা এক নয়। এগুলা ভয়ঙ্কর এবং আল্লাহর নিকট এর জন্যে আশ্রয় চাওয়া উচিৎ।"

শেখ আসিম আল হাকিম রাঃ বলেন,

"কিছু ব্যাক্তি আছে যারা পুরনো কিতাব পুস্তক ঘাটাঘাটি করে অংশ বের করে ফতয়া যা কিনা ভুল হতে পারে। উদাহারন হিসেবে, এটা রুল যে এত বড় মাপের ইমামদের নিয়ে সমালোচনা করতে হলে আগে নিজের যোগ্যতা, অবস্থান এবং জ্ঞান দিয়ে সেই লেভেলে পৌছাতে হবে, যে কেউ এসে বলবে অমুক ইমামের এটা ভুল এসব মন্তব্য গ্রহনযোগ্য নয়।এটা এরকম অনেকটা যে আজকাল দেখা যায় কেউ একজন এসে বলে অহ ইমাম আবু হানিফা এমন এমন ছিলো এবং চেষ্টা করে তাকে হেয় করার যেনো ইমাম একজন প্রাথমিক শ্রেণীর ছাত্র ছিলেন। এগুলা কি? তিনি ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাঃ বলেন সব আলিম/ফকিহ ইমাম আবু হানিফার সন্তান এর মতন তার জ্ঞান এর প্রয়োজনে । ইমাম আলিমদের ব্যাপারে মুর্খ এবং নির্বোধ ছাড়া এগুলা বলতে পারে না। একজন ইমাম আরেকজনের ফত্ওয়ার ব্যাপারে মতভেদ ইখতিলাফ ঠিকাছে, এটা যে কেউ এর জন্যে নয় "

শেখ মতিউর রহমান মাদানি রাঃ বলেন,

"ইমাম আবু হানিফা আহলে সুন্নাহ ওয়াল সুন্নাহ ওয়াল জামা'আ এর ইমাম ছিলেন এটাই সঠিক কথা এবং তার আকিদাতে কোনো ভুল ছিলো না। ফিকহি মাসয়ালাতে ভুল থাকতে পারে কারণ তিনি ভুলের উর্ধে নন। আহলুল রায় মানে আহলে সুন্নাহ এর বাইরে নয়। "

শেখ মুতলাক আল জাসির আল হাম্বলি রাঃ বলেন,

"হানাফি মাজহাব সুন্নাহবিরোধি যারা এটা বলে তাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। তাদের উচিৎ ইবনি তাইমিয়া রাঃ এর রাফউল মালাম আলা আয়িম্মাতিল আলাম বইটা পড়া।কারণ কোনো ইমাম যদি ইচ্ছা করে হাদিসের বিরুদ্ধে যান সে তো কুফর করলেন বা ইসলাম থেকে বেরিয়ে গেলেন। আমার পক্ষে ইমামদের ব্যাপারে এমন কুধারণা পোষণ করা সম্ভব নয়। উপরের বইটিএর মত আরো অনেক বই পড়লে এসব কারণ সম্প্ররকে জানা যায়। যেমন আরকটি ইবনুল সায়িদ আল বাতলিয়ুসির আল ইনসাফ ফি মারফাতি আসবাবিল খিলাফ চমৎকার একটি বই। যারা ধারণা করে পুরো একটা মাজহাব বা অন্যান্য মাজহাব সুন্নাহবিরোধী এত অদ্ভুত এক ব্যাপার।"

পরিশেষে, শেখ সাইফুল্লাহ মাদানি রাঃ এর একটা কথা দিয়ে শেষ করি। তিনি বলেন, অনেকে দাওরা হাদিস, একাডেমিক শিক্ষা ডিগ্রি অনেক করেছে কিন্তু আলিম নয় আবার কেউ কেউ সুধু সাধারণ লাইনে পড়াশুনা কিন্তু তার ভেতরে ইলম আছে, সে আলিম। সম্ভবত প্রিয় শায়েখ কিতাবুল ইলম এর শিক্ষার কথাই আবার তুলে ধরেছেন। অনেকে গাদা গাদা মুখস্ত করে নিজেকে আলিম মনে করে অথচ তার ভেতর ইলম এর সঠিক বুঝই নেই। আল্লাহ আমাদের কলহ এবং শয়তানের ফিতনা থেকে রক্ষা করুন। আমাদের সঠিক ইলম এর জ্ঞান দান করুন এবং কুরআন সুন্নাহ এর জ্ঞান যেনো কান থেকে অন্তর পর্যন্ত পৌছায় তার তাওফিক দান করুন।

সুবহানাকা আল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আস্তাগফিরুকা ওআতুবু ইলাইহ।
 
Back
Top