আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

Joined
Aug 27, 2023
Threads
1
Comments
2
Reactions
12
সকল প্রশংসা আল্লাহ তাওয়ালার জন্য। দরুদ ও সালাম পেশ করছি আখেরি নবী ও রাসূল হজরত মুহাম্মদ সা: প্রতি।
আমি মো: রেজাউল করীম। আমার বাড়ি ময়মনসিংহ মুক্তাগাছায়। আমি হানাফী মাযহাব অনুসারী এলাকার একজন জেনারেল শিক্ষিত। ছোট বেলা থেকেই হানাফী কালচার দেখে শিখে পালন করে বড় হয়েছি। ইসলাম বলতে এটাই বুঝতাম। গ্রামে থাকার দরুন বেদাত মনগড়া আমলে প্ররোচিত হতাম সবার সাথে সেগুলো করতাম মনে প্রাণে। এভাবেই চলতে থাকলাম। হানাফী মাযহাব এর বাহিরে কিছু আছে বা থাকতে পারে কখনো ভাবিনি বা চলার পথে তেমন কিছুই পায়নি। এভাবেই চলতে থাকলো। এখন আমার বয়স ৩২। ৫ বছর আগে হটাত একদিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ব্রাদার রাহুল হাফী: এর একটা ডিবেট/ কল মুনাযারা শোনলাম বিষয় টা কি ছিল খুব একটা মনে পড়ছেনা কারণ তার পর ভায়ের অনেক অনেক ভিডিও অডিও শুনছি। যাইহোক সেই থেকে নিজের ভেতরের ভুল গুলো শোধরানো শুরু করলাম। সালাফী / আহলে হাদীস মানহাজ অনুসরণ শুরু। ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি। দোয়া চাই আপনাদের কাছে যেনো শিরক বেদাত মুক্ত আমল করতে পারি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।
 
সকল প্রশংসা আল্লাহ তাওয়ালার জন্য। দরুদ ও সালাম পেশ করছি আখেরি নবী ও রাসূল হজরত মুহাম্মদ সা: প্রতি।
আমি মো: রেজাউল করীম। আমার বাড়ি ময়মনসিংহ মুক্তাগাছায়। আমি হানাফী মাযহাব অনুসারী এলাকার একজন জেনারেল শিক্ষিত। ছোট বেলা থেকেই হানাফী কালচার দেখে শিখে পালন করে বড় হয়েছি। ইসলাম বলতে এটাই বুঝতাম। গ্রামে থাকার দরুন বেদাত মনগড়া আমলে প্ররোচিত হতাম সবার সাথে সেগুলো করতাম মনে প্রাণে। এভাবেই চলতে থাকলাম। হানাফী মাযহাব এর বাহিরে কিছু আছে বা থাকতে পারে কখনো ভাবিনি বা চলার পথে তেমন কিছুই পায়নি। এভাবেই চলতে থাকলো। এখন আমার বয়স ৩২। ৫ বছর আগে হটাত একদিন ইউটিউবে ভিডিও দেখতে দেখতে ব্রাদার রাহুল হাফী: এর একটা ডিবেট/ কল মুনাযারা শোনলাম বিষয় টা কি ছিল খুব একটা মনে পড়ছেনা কারণ তার পর ভায়ের অনেক অনেক ভিডিও অডিও শুনছি। যাইহোক সেই থেকে নিজের ভেতরের ভুল গুলো শোধরানো শুরু করলাম। সালাফী / আহলে হাদীস মানহাজ অনুসরণ শুরু। ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি। দোয়া চাই আপনাদের কাছে যেনো শিরক বেদাত মুক্ত আমল করতে পারি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ।

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ
বারাকাল্লাহু ফিকুম।
আল্লাহ তার দ্বীনকে আমার আপনার জন্য সহজ করুক ও আমাদেরকে হকের উপর অটল রাখুক।
 
Similar threads Most view View more
Back
Top