আমার বাড়ি কোটবাড়ি, কুমিল্লা।
আমি একজন ছাত্র।আমি Bachelor Of Education (Honour's) দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি।আগে দ্বীনের বিষয়ে খুবই অজ্ঞ ছিলাম। আমার এলাকায় আমি আর আমার একজন বন্ধু ছাড়া আমাদের সাথে আমাদের সমবয়সি আর কেউ নেই। আমার বাড়ির পাশে আমার এক পরিচিত ভাই আছে উনি আমার বাবার বয়স থেকে বড় ।আলহামদুলিল্লাহ ,আমি ওনার মাধ্যমে সালাফি আক্বিদা ও মানহাজ সম্পর্কে জানতে পারি।সালাফি আকিদা ও মানহাজ গ্রহণের পর মসজিদে নানাভাবে মানসিকভাবে নির্যাতিত হই। এছাড়াও সামাজিক ও পারিবারিকভাবে অনেক মানসিক চাপ ভোগ করি ।সমাজের মানুষ আমাদেরকে মসজিদে মারার হুমকিও দিয়েছিল।এখনো অনেক নির্যাতনের শিকার হতে হয়। ২০২১ সালে সালাফি আক্বিদা ও মানহাজে প্রবেশ করি । সবাই আমার জন্য দু'আ করবেন আল্লাহ যাতে আমাকে দ্বীনের উপর অবিচল রাখে এবং সালাফদের পথে যাতে চলতে পারি সেই তৌফিক দান করেন।আমিন।আর আমাদের কুমিল্লার যদি কেউ salafiforum.com এ থেকে থাকেন ,তাহলে আমার সাথে যোগাযোগ করবেন।ইনশাআল্লাহ ।
আমি একজন ছাত্র।আমি Bachelor Of Education (Honour's) দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি।আগে দ্বীনের বিষয়ে খুবই অজ্ঞ ছিলাম। আমার এলাকায় আমি আর আমার একজন বন্ধু ছাড়া আমাদের সাথে আমাদের সমবয়সি আর কেউ নেই। আমার বাড়ির পাশে আমার এক পরিচিত ভাই আছে উনি আমার বাবার বয়স থেকে বড় ।আলহামদুলিল্লাহ ,আমি ওনার মাধ্যমে সালাফি আক্বিদা ও মানহাজ সম্পর্কে জানতে পারি।সালাফি আকিদা ও মানহাজ গ্রহণের পর মসজিদে নানাভাবে মানসিকভাবে নির্যাতিত হই। এছাড়াও সামাজিক ও পারিবারিকভাবে অনেক মানসিক চাপ ভোগ করি ।সমাজের মানুষ আমাদেরকে মসজিদে মারার হুমকিও দিয়েছিল।এখনো অনেক নির্যাতনের শিকার হতে হয়। ২০২১ সালে সালাফি আক্বিদা ও মানহাজে প্রবেশ করি । সবাই আমার জন্য দু'আ করবেন আল্লাহ যাতে আমাকে দ্বীনের উপর অবিচল রাখে এবং সালাফদের পথে যাতে চলতে পারি সেই তৌফিক দান করেন।আমিন।আর আমাদের কুমিল্লার যদি কেউ salafiforum.com এ থেকে থাকেন ,তাহলে আমার সাথে যোগাযোগ করবেন।ইনশাআল্লাহ ।
Last edited: