A
Anonymous User
Guest
- Thread Author
- #1
"আমি এক বিস্ময়কর ব্যাপার দেখেছি, কোনো মুমিনের উপর বিপদ নেমে আসার পর সে দোয়া করে। অনেক বেশি করে আল্লাহর কাছে চাইতে থাকে। কিন্তু সাড়ার কোনো লক্ষণ দেখতে পায় না। সে যখন প্রায় আশা ছেড়ে দেওয়ার হওয়ার উপক্রম, তখন অন্তরের দিকে আল্লাহ দৃষ্টি দেন। যদি সে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকে, তার অনুগ্রহের ব্যাপারে নিরাশ না থাকে, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহ তৎক্ষনাৎ তার ডাকে সাড়া দেন।"
- ইবনুল জাওযী (রহ.)
[সাইদুল খ্বাতির, পৃ: ১৩৮]
- ইবনুল জাওযী (রহ.)
[সাইদুল খ্বাতির, পৃ: ১৩৮]