আল্লাহ তিন জিনিসকে তিন জিনিসের ভেতর গোপন রেখেছেন:
১. তাঁর ক্রোধকে তাঁর অবাধ্যতায়,
২. তাঁর সন্তুষ্টিকে তাঁর আনুগত্যে,
৩. আর তাঁর বেলায়াতকে তাঁর বান্দাদের মধ্যে
সুতরাং আল্লাহর কোনো অবাধ্যতাকে ছোট করে দেখবে না, ঐ অবাধ্যতায় তিনি ক্রুদ্ধ হয়ে যেতে পারেন। তাঁর কোনো আনুগত্যকে তুচ্ছ মনে করবে না, ঐ আনুগত্যে তিনি সন্তুষ্ট হয়ে যেতে পারেন। তাঁর কোনো সৃষ্টিকে হেয় করবে না, সে আল্লাহর একজন ওলী হয়ে থাকতে পারে।
– যুন্নুন মিসরী (রাহিমাহুল্লাহ)
[আয-যুহদুল কাবীর: পৃ. ২৯০]
১. তাঁর ক্রোধকে তাঁর অবাধ্যতায়,
২. তাঁর সন্তুষ্টিকে তাঁর আনুগত্যে,
৩. আর তাঁর বেলায়াতকে তাঁর বান্দাদের মধ্যে
সুতরাং আল্লাহর কোনো অবাধ্যতাকে ছোট করে দেখবে না, ঐ অবাধ্যতায় তিনি ক্রুদ্ধ হয়ে যেতে পারেন। তাঁর কোনো আনুগত্যকে তুচ্ছ মনে করবে না, ঐ আনুগত্যে তিনি সন্তুষ্ট হয়ে যেতে পারেন। তাঁর কোনো সৃষ্টিকে হেয় করবে না, সে আল্লাহর একজন ওলী হয়ে থাকতে পারে।
– যুন্নুন মিসরী (রাহিমাহুল্লাহ)
[আয-যুহদুল কাবীর: পৃ. ২৯০]