প্রশ্নোত্তর আল্লাহর নেক ওলী-আউলিয়াদের কবরে মসজিদ নির্মাণের বিধান কি? এধরণের মসজিদে স্বলাত আদায় করা কি বৈধ?

Joined
Jun 29, 2025
Threads
4,831
Comments
0
Reactions
21,652
প্রশ্ন: আল্লাহর নেক ওলী-আউলিয়াদের কবরে মসজিদ নির্মাণের বিধান কি? এধরণের মসজিদে স্বলাত আদায় করা কি বৈধ?


উ: কোন ওলীর কবরে মসজিদ নির্মাণ করা জায়েজ নয়। এবং সেখানে স্বলাতও আদায় করা বিধিসম্মত নয়। কেননা রাসূলুল্লাহ্ ﷺ বলেন, আল্লাহ অভিশাপ করেছেন ইহুদী খৃষ্টানদের উপর। কেননা তারা তাদের নবীদের কবরগুলোকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করেছে। (বুখারী ও মুসলিম)


তিনি আরও বলেন, সাবধান, তোমাদের পূর্ববর্তীগণ তাদের নবী এবং নেক লোকদের কবর সমূহে মসজিদ নির্মাণ করেছে। সাবধান, তোমরা কবরে মসজিদ নির্মাণ করবে না। কেননা আমি তোমাদেরকে এরূপ করতে নিষেধ করছি। (মুসলিম)


জাবের রাঃ কর্তৃক আরও বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ্ ﷺ নিষেধ করেছেন, কবরকে চুনকাম করতে, তার উপর বসতে এবং তার উপর ঘর উঠাতে। (মুসলিম)


সংকলক: শাইখ মুহা: আব্দুল্লাহ আল কাফী
 
Back
Top