মানহাজ আল্লাহর অবাধ্যতা ছাড়া বাকি সব কাজে শাসকের আনুগত্য করতে হবে

Yiakub Abul KalamVerified member

Altruistic
Uploader
Exposer
Salafi User
Joined
Dec 7, 2022
Threads
151
Comments
158
Reactions
1,335
সব ফিরকা-ই সালাফীদের বিরুদ্ধে দাঁড়ায় এই মূলনীতিতে:
“আল্লাহর অবাধ্যতা ছাড়া বাকি সব কাজে শাসকের আনুগত্য করতে হবে।” আমাদেরকে (সালাফীদেরকে) তারা নাম দেয়: “দালাল ও এজেন্ট”

এইসব (বানোয়াট বিষয়) নিয়ে তারা আবার বিভিন্ন মিডিয়ায় আমাদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালায়। ওয়াল্লাহি, নিন্দুকরা যতই অপছন্দ করুক, আমরা এই মূলনীতিতেই অটল থাকব –আল্লাহর কাছে এর উপর দৃঢ়তার তাওফীক চাই-। এটাই আল্লাহর দ্বীন, আমরা এর পক্ষে লড়াই করেই যাব। আল্লাহর কসম, আমরা এই মূলনীতির মাধ্যমে কারো নৈকট্য চাই না; বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করি এবং এটাকেই অন্যতম বড় জিহাদ বলে থাকি।

ফিকহুন নিকাহ ওয়াল 'ইশরাতু বায়নায যাওজায়ন, ১৫৩ পৃষ্ঠা
 
Back
Top