Knowledge Sharer
ilm Seeker
Uploader
Salafi User
- Joined
- Jan 12, 2023
- Threads
- 827
- Comments
- 1,075
- Solutions
- 19
- Reactions
- 11,892
- Thread Author
- #1
কেউ অত্যাচার ও বে-ইনসাফির মাত্রা বাড়িয়ে দিলে বা কারো জুলম ও অন্যায্যতা সীমাতিক্রম করলে বলা হয়ে থাকে, 'তার জুলম আল্লাহরও সহ্য হবে না'।
সহনশীলতা একটি ভালো গুণ। অসহনশীলতা একটি খারাপ গুণ এবং এক প্রকার দুর্বলতা। আর আল্লাহ তাআলা যাবতীয় খারাপ গুণ ও দুর্বলতা থেকে পবিত্র। কোনো অবস্থাতেই আল্লাহর সাথে খারাপ গুণ ও দুর্বল বৈশিষ্ট্য সম্পৃক্ত করা যাবে না। এটি কুফরী। তাই এ বাক্য ব্যবহার করাও কুফরী।
যে যত বড়ই জুলুম করুক না কেন, কারো বে-ইনসাফির সীমা যতই সীমাতিক্রম করুক না কেন- আল্লাহর সহ্যের বাইরে নয়। আল্লাহ সবকিছু দেখছেন ও শুনছেন। আল্লাহ একদিন সব অন্যায়ের বদলা নেবেন, শাস্তি দেবেন এবং সবাইকে সবার প্রাপ্য বুঝিয়ে দেবেন।
সহনশীলতা একটি ভালো গুণ। অসহনশীলতা একটি খারাপ গুণ এবং এক প্রকার দুর্বলতা। আর আল্লাহ তাআলা যাবতীয় খারাপ গুণ ও দুর্বলতা থেকে পবিত্র। কোনো অবস্থাতেই আল্লাহর সাথে খারাপ গুণ ও দুর্বল বৈশিষ্ট্য সম্পৃক্ত করা যাবে না। এটি কুফরী। তাই এ বাক্য ব্যবহার করাও কুফরী।
যে যত বড়ই জুলুম করুক না কেন, কারো বে-ইনসাফির সীমা যতই সীমাতিক্রম করুক না কেন- আল্লাহর সহ্যের বাইরে নয়। আল্লাহ সবকিছু দেখছেন ও শুনছেন। আল্লাহ একদিন সব অন্যায়ের বদলা নেবেন, শাস্তি দেবেন এবং সবাইকে সবার প্রাপ্য বুঝিয়ে দেবেন।
- উস্তায আব্দুল্লাহ মাহমুদ।
Attachments