Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
- Joined
- Jan 3, 2023
- Threads
- 892
- Comments
- 1,063
- Reactions
- 9,569
- Thread Author
- #1
অধিক আল্লাহভীরু ও সৎচরিত্রবান ব্যক্তিরা জান্নাতে যাবে। রাসূলুল্লাহ (ছাঃ)-কে জিজ্ঞাসা করা হ’ল কোন আমলের কারণে সর্বাধিক লোক জান্নাতে প্রবেশ করবে? তিনি বললেন, تَقْوَى اللهُ وَحُسْنُ الْخُلُقِ ‘আল্লাহভীতি ও উত্তম চরিত্র’। [সুনান তিরমিজি, হা. ২০০৪; মিশকাত, হা. ৪৮৩২]
অন্যত্র রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘আমি ঐ ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য যিম্মাদার হব, لِمَنْ حَسَّنَ خُلُقَهُ যে তার চরিত্রকে সুন্দর করবে’। [আবু দাউদ, হা. ৪৮০০; সিলসিলাহ সহীহা, হা. ২৭৩]
অন্যত্র রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘আমি ঐ ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চে একটি ঘর নিয়ে দেওয়ার জন্য যিম্মাদার হব, لِمَنْ حَسَّنَ خُلُقَهُ যে তার চরিত্রকে সুন্দর করবে’। [আবু দাউদ, হা. ৪৮০০; সিলসিলাহ সহীহা, হা. ২৭৩]