ফাযায়েলে আমল আলহামদুলিল্লাহ'র ফযিলত

Golam RabbyVerified member

Knowledge Sharer
ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Joined
Jan 3, 2023
Threads
655
Comments
798
Reactions
6,969
রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন :

১. ‘আলহামদুলিল্লাহ’ হল সর্বোত্তম দু‘আ।(তিরমিযী, হা/৩৩৮৩; সনদ হাসান)

২. আল্লাহ কোন বান্দাকে যখন যে নেয়ামতই দান করেন, তাতে সে যদি বলে, ‘আলহামদুলিল্লাহ’, তবে তা তাকে প্রদত্ত অনুগ্রহের চেয়ে উত্তম। (ইবনু মাজাহ, হা/৩৮০৫; সনদ হাসান)

৩. ক্বিয়ামতের দিন আল্লাহর উত্তম বান্দা হবে প্রশংসাকারীরা।
(মু‘জামুল কাবীর, হা/১৪৬৭৩, সনদ ছহীহ)

৪. হামদের (প্রশংসার) চেয়ে আল্লাহর নিকটে ওযর পেশের মাধ্যম ও অধিক প্রিয় আর কিছু নাই। (মুসানাদে আবি ইয়ালা, হা/৪২৫৬)

৫. রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ তা‘আলা বলেছেন, ‘আমার মুমিন বান্দা সকল অবস্থায় আমার প্রশংসা করার মাধ্যমে কল্যাণের উপর থাকে, এমনকি যখন আমি তার রূহকে ছিনিয়ে নিই। (মুসনাদে আহমাদ, হা/৮৪৭৩, সনদ ছহীহ)

* ‘আলহামদুলিল্লাহ’ অর্থ : সকল প্রশংসা আল্লাহর জন্য
 
Similar threads Most view View more
Back
Top