Student Of Knowledge
Forum Staff
Moderator
Uploader
Exposer
HistoryLover
Salafi User
আমরা শোকাহত
গত এক সপ্তাহে আমরা বিশিষ্ট বিদ্বান, মুহাদ্দিস, ফকিহ, ইমাম, হাদীস বিশেষজ্ঞ এমন চারজন বিজ্ঞ 'আলিমের সানিধ্য হারিয়েছি।
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
মদীনার সালাফীদের অন্যতম স্তম্ভ, বিশিষ্ট বিদ্বান, মুহাদ্দিস ও ফকীহ শাইখ উবাইদ ইবনে আব্দুল্লাহ আল-জাবিরি রাহিমাহুল্লাহর মৃত্যুতে হারিয়েছি সালাফী আকীদা ও মানহাজের একজন যুগশ্রেষ্ঠ ব্যক্তিত্বকে। আল্লাহ তা‘আলা শাইখকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন! তার রেখে যাওয়া 'ইলম থেকে আমাদের উপকৃত করুন।সাথে সাথে আমরা হারিয়েছি মসজিদে কুবার সম্মানিত ইমাম শাইখ মুহাম্মাদ কামিল আস-সিন্দীকে। তিনিও মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মসজিদে নববীতে কুরআনের দারস দিতেন। দু'আ করছি আল্লাহ তা‘আলা তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন!
এরপর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন বিশিষ্ট মুহাদ্দিস ও লেখক শাইখ ড. মাহমুদ আত-তাহহান। তার লেখনী ছিল সাবলীল, অসাধারণ ও সহজবোধ্য। 'ইলমুল হাদীসের পরিভাষার উপর তার লিখিত কিতাবটি গোটা পৃথিবীতে সমাদৃত। দু'আ করছি আল্লাহ্ তা'আলা যেন তার খেদমতকে কবূল করেন। ভুলত্রুটিসমূহ ক্ষমা ও মার্জনা করেন।
এর সাথে সাথে আমরা হারালাম আমাদের প্রিয় শাইখ ডক্টর আব্দুর রহমান সালেহ মুহিউদ্দীনকে। তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। যোহরের সালাতের পর নিয়মিত দাড়িয়ে যেতেন, ছাত্রদের নসীহত করতে কখনো ভুলতেন না। দুই বছর আমি উনার বিভিন্ন ক্লাসে অংশগ্রহণ করেছি। তিনি ইমাম ইবনে বায রহিমাহুল্লাহ ও শাইখ মুহাম্মদ আল আমিন শানকিতী রহিমাহুল্লাহর ছাত্র ছিলেন। আল্লাহ উনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন! আমীন!
সবাইকে অনুরোধ জানাচ্ছি উপরিউক্ত 'আলিমদের জন্য দু'আ করতে ও মাগফিরাত কামনা করতে।
'আলিমদের মৃত্যু ইলম উঠে যাওয়ার অন্যতম আলামত। তাই 'আলিমদের সাথে আরো সম্পর্ক বৃদ্ধি করা নিয়মিত যোগাযোগ রক্ষা করা এবং তাদের 'ইলম থেকে জীবিত অবস্থায় উপকৃত হওয়ার চেষ্টা চালানোর অনুরোধ জানাচ্ছি।
اللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَاراً خَيْراً مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْراً مِنْ أَهْلِهِ، وَزَوْجَاً خَيْراً مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ القَبْرِ [وَعَذَابِ النَّارِ]