Inquisitive
Q&A Master
Salafi User
- Joined
- Feb 23, 2023
- Threads
- 367
- Comments
- 419
- Reactions
- 2,161
- Thread Author
- #1
إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ
“নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ”। (সূরা আ’দিয়াত:৬)
কানূদ كَنُودٌ বলা হয় এমন মানুষকে যে, বিপদের বিষয়গুলো শুধু মনে রাখে, আর নেয়ামতের বিষয়গুলো ভুলে যায়।
জনৈক সালাফ অনেক অসুস্থ ছিলেন টাক মাথা, কুষ্ঠ শরীর, দুই চোখ অন্ধ এবং হাত-পা ছিল প্যারালাইসিসে আক্রান্ত, অথচ তিনি এই দুয়া পড়ে আল্লাহর প্রশংসা করতেন,
الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَى بِهِ كَثِيْراً مِنَ النّاسِ ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً ,
"সকল প্রশংসা আল্লাহ তা'আলার, যিনি অনেক মানুষকে বিপদাপদ ও ব্যাধিতে আক্রান্ত করেছেন, আর সেগুলো থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার অসংখ্য সৃষ্টির উপর আমাকে সম্মান দান করেছেন"।
তার এই দোয়া শুনে একজন লোক বলল: কোন বিপদ থেকে আল্লাহ তোমাকে নিরাপদ রেখেছেন? তুমি অন্ধ, কুষ্ঠ রোগে আক্রান্ত, টাক মাথা এবং প্যারালাইসিসেও আক্রান্ত। কি থেকে তোমাকে তিনি বাঁচিয়েছেন?
তিনি বললেন, তুমি ধ্বংস হও!
তুমি কি দেখ না, আল্লাহ আমাকে একটি জিহ্বা দিয়েছেন তার জিকির করার জন্য,
একটি অন্তর দিয়েছেন তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য এবং একটি শরীর দিয়েছেন বিপদ মুসিবতকে ধৈর্যের সাথে গ্রহণ করার জন্য।
হে আল্লাহ আপনি আমাদেরকে সকল অবস্থায় আপনার শুকরিয়া আদায় করার
তৌফিক দান করুন, আমিন।
লিখেছেন সন্মানিত শাইখ Abdullah Al Kafi (রহেমাহুল্লাহ)