আমরা কি কৃতজ্ঞ হতে পারবো?

Joined
Feb 23, 2023
Threads
367
Comments
419
Reactions
2,161
إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ​

‎“নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ”। (সূরা আ’দিয়াত:৬) ‎

কানূদ ‎كَنُودٌ‎ বলা হয় এমন মানুষকে যে, বিপদের বিষয়গুলো শুধু মনে রাখে, আর নেয়ামতের বিষয়গুলো ‎ভুলে যায়।

জনৈক সালাফ অনেক অসুস্থ ছিলেন টাক মাথা, কুষ্ঠ শরীর, দুই চোখ অন্ধ এবং হাত-পা ছিল প্যারালাইসিসে আক্রান্ত, অথচ তিনি এই দুয়া পড়ে ‎আল্লাহর প্রশংসা করতেন,

‎الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي مِمَّا ابْتَلَى بِهِ كَثِيْراً مِنَ النّاسِ ، وَفَضَّلَنِي عَلَى كَثِيرٍ ‏مِمَّنْ خَلَقَ تَفْضِيلاً ‏‎ ,​

"সকল প্রশংসা আল্লাহ তা'আলার, যিনি অনেক মানুষকে বিপদাপদ ও ব্যাধিতে ‎আক্রান্ত করেছেন, আর সেগুলো থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার অসংখ্য সৃষ্টির উপর আমাকে ‎সম্মান দান করেছেন"।

তার এই দোয়া শুনে একজন লোক বলল: কোন বিপদ থেকে আল্লাহ তোমাকে নিরাপদ রেখেছেন? তুমি ‎অন্ধ, কুষ্ঠ রোগে আক্রান্ত, টাক মাথা এবং প্যারালাইসিসেও আক্রান্ত। কি থেকে তোমাকে তিনি ‎বাঁচিয়েছেন?‎

তিনি বললেন, তুমি ধ্বংস হও!
তুমি কি দেখ না, আল্লাহ আমাকে একটি জিহ্বা দিয়েছেন তার জিকির ‎করার জন্য,
একটি অন্তর দিয়েছেন তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য এবং একটি শরীর দিয়েছেন বিপদ ‎মুসিবতকে ধৈর্যের সাথে গ্রহণ করার জন্য।

হে আল্লাহ আপনি আমাদেরকে সকল অবস্থায় আপনার শুকরিয়া আদায় করার
তৌফিক দান করুন, আমিন।

লিখেছেন সন্মানিত শাইখ Abdullah Al Kafi (রহেমাহুল্লাহ)
 
Back
Top