সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Joynal Bin Tofajjal

আবু ত্বহা মুহাম্মাদ আদনান : আধুনিক বিপথগামিতার নয়া-আহ্বায়ক

Joynal Bin Tofajjal

Student Of Knowledge

Forum Staff
Moderator
Uploader
Exposer
HistoryLover
Salafi User
Threads
344
Comments
479
Solutions
1
Reactions
4,816
Credits
3,279
সুপ্রিয় ভাই ও বোন, এটাই ছিল সেলিব্রেটি বক্তা আবু ত্বহা আদনান সাহেবের বড়ো বড়ো ভুলের সমাহার থেকে চয়নকৃত কতিপয় ভ্রান্তির বিবরণ এবং অধমের তরফ থেকে সেসব ভ্রান্তির প্রামাণ্য খণ্ডন করে বলা দুটো আলাপন। দোয়া করি, আল্লাহ আপনার অন্তরে হকের প্রতি অনুরক্তি দিয়ে দিন। আমি এই দীর্ঘ প্রবন্ধটি লিখেছি, যাতে আমার কাছের মানুষগুলো হেদায়েত পেয়ে উদ্ভাসিত হন, সদা সমাগত বিপথগামিতার ডাক শুনে যেন বিভ্রান্ত না হন, যেই মানুষগুলোর কটিবন্ধ ধরে আমি ভ্রান্তির পথ থেকে বাঁচিয়ে তাঁদের ফিরদাউসি প্রসেদিকায় নিতে চাই, নিতে চাই সর্বোচ্চ জান্নাতে। আর হ্যাঁ, এই লেখা লিখেছি, যাতে করে ‘যে ধ্বংস হওয়ার সে যেন সত্য সুস্পষ্টরূপে প্রতিভাত হবার পরই ধ্বংস হয়, আর যে (কল্যাণ নিয়ে) জীবিত থাকার সে যেন সত্য সুস্পষ্টরূপে প্রতিভাত হবার পরই জীবিত থাকে (সুরা আনফাল: ৪২)’।

কথিত আছে, ইমাম আলবানি রাহিমাহুল্লাহ বলেছিলেন, ‘সত্যান্বেষী ব্যক্তির জন্য একটি দলিলই যথেষ্ট। আর প্রবৃত্তিপূজারী বিদাতির জন্য হাজার দলিলও যথেষ্ট নয়। অজ্ঞ মানুষকে শেখানো যায়। কিন্তু প্রবৃত্তিপূজারীর জন্য আমাদের কোনো পথ জানা নেই।’ আপনি সাহাবি সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুর মতো সত্যান্বেষী হোন। কারও প্রতি বিরাগ কিংবা অনুরাগ যেন আপনাকে হক পথের অটল পথিক হওয়া থেকে এবং সাদরে সত্যকে গ্রহণ করে নেওয়া থেকে বিরত না রাখে। দলিলপ্রমাণ আপনার কাছে পৌঁছে গেছে। এখন সিদ্ধান্ত নেওয়ার কর্তব্যটুকু একান্তই আপনার। যারা জান্নাতে সাহাবিগণের মতো উত্তম মানুষদেরকে সঙ্গী হিসেবে পেতে চায়, তাঁরা নবিজির কথা মান্য করে বিভ্রান্ত বক্তা ও লেখকদের থেকে সাবধানে থাকে, অপরকেও সতর্ক-সাবধান করে (সুরা নিসা: ১১৫, সহিহ মুসলিম, হা: ৭; সুরা নিসা: ৬৯)। আশা রাখি, আপনি সেই কামিয়াব মানুষদের একজন হতে দ্বিরুক্তি করবেন না। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন।

পরিশিষ্ট কথার প্রান্তভাগে এসে আমি একজন মুসলিম ভাই হিসেবে আপনাদেরকে নসিহত করছি, যেই নসিহত সালাফদের যুগ থেকে আজঅবধি উম্মতের সু্ন্নাহপন্থি মনীষীগণ বারবার করে গেছেন। তাবেয়ি বিদ্বান ইমাম ইবনু সিরিন রাহিমাহুল্লাহ (মৃত: ১১০ হি.) বলেছিলেন, “নিশ্চয় (শরিয়তের) এই ইলম হলো দিন। কাজেই কার কাছ থেকে তোমরা নিজেদের দিন গ্রহণ করছ, তা যাচাই করে নিয়ো।” [সহিহ মুসলিমের ভূমিকা, পরিচ্ছেদ: ৫]

ইয়া রব্বাল আলামিন, আমাদের দিনে ফেরা মুসলিম ভাইবোনদের আপনি যাবতীয় বিভ্রান্তি থেকে হেফাজত করুন। প্রতিটি প্রত্যুষে সালাফিয়াতের আদর্শ নিয়ে তাঁদের জেগে ওঠার তৌফিক দান করুন। ইয়া আরহামার রাহিমিন, আমাদের ভূখণ্ডে সাহাবিদের মহান আদর্শ সালাফিয়াতকে সকল মতাদর্শ ও মতবাদের ওপর প্রতাপের সাথে বিজয়ী করুন এবং আমাদেরকে সেই বিজয়ী কাফেলার মুজাহিদ হিসেবে কবুল করুন। ইয়া খাইরার রাযিকিন, বক্তা আবু ত্বহা আদনান ও তাঁর দ্বারা প্রভাবিত ভক্তবৃন্দকে আপনি সালাফিয়াতের হেদায়েত নসিব করুন; নিশ্চয় আপনি যাকে হেদায়েত দেন, তাঁকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোকে একমাত্র আপনার জন্য একনিষ্ঠ করুন এবং এসব সামান্য প্রয়াসের বদৌলতে আপনার সন্তুষ্টি পেয়ে দুনিয়া ও আখিরাতে আমাদের সফল মানুষ হিসেবে কবুল করুন। ইয়া গাফিরায যাম্বি লিল মুযনিবিন, আমাদের স্খলন ও বিচ্যুতি থেকে নিষ্কৃতি দিয়ে এই লেখাকে আমাদের নাজাতের অসিলা বানিয়ে দিন। নিশ্চয় আপনি বান্দার ডাকে সাড়াদানকারী, অতিশয় মহানুভব। সমুদয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত। মহান আল্লাহর অজস্র সালাত ও সালাম ধার্য হোক প্রিয় নবি মুহাম্মাদুর রসুলুল্লাহর জন্য এবং তাঁর সাহাবিবর্গ ও অনুসারীবৃন্দের জন্য।

সমাপ্ত, আলহামদুলিল্লাহ।
লিখেছেন: মুহাম্মাদ আব্দুল্ললাহ মৃধা।​
 
Top