অন্যান্য আপনি পড়া নাকি পড়াশুনা করেতে পছন্দ করেন?

Joined
Nov 5, 2024
Threads
29
Comments
64
Reactions
394
আসসালামু আলাইকুম 😊

আশা করি সবাই ভালো আছেন। ব্যাস্ততায় পোস্ট করা হচ্ছে না। তাই ভাবলাম একটা বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা যখন কোনো বই পড়েন সেটা কি সুধু পড়ার জন্যেই পড়েন নাকি সেটার উপর পড়াশুনাও করেন? যেমন বই এর মুল বিষয়গুলা অন্থস্ত্য বা আয়ত্ত করা। সুধু পড়া হলে সহজে শেষ করা যায় তবে হয়তো সব বিষয়গুলা মনে রাখা কষ্টকর হয়। আমার ক্ষেত্রে এখন এটা বলা যায়, কারন ছোট সময়ের মত সেই মেমরি পাওয়ারটা নেই হয়তো।

আমি এখন ইসলামি বই পড়ার ক্ষেত্রে পড়া থেকে পড়াশুনা করার চেষ্টা করতেছি। শেইখ সালেহ আল উসাইমিন এর কিতাবুল ইলম বইটী শুরু করেছিলাম। মাঝপথে মনে হলো যে সুন্দর হাদিস এবং আল কুরআন এর আয়াতগুলা প্রসঙ্গে আসলো সেগুলা মনে রাখতে না পারলে বড় একটা লস হয়ে যাবে। কারণ ইলম আর ইবাদতের ক্ষেত্রে দলিল প্রমাণ খুব গুরুত্তপুর্ণ। দলিল বিহীন ইবাদতও বিদাআত হয়ে যায়।

তাই ছোট একটা ডাইরিতে খুব বেশী দরকারি হাদিস এবং আয়াত গুলা (প্রাসঙ্গিক) মুখস্তের পাশাপাশি লিখে রাখার চেষ্টা করছি পড়ার সাথে সাথে। খুব ফাস্ট হচ্ছে না, তবে একটু একটু করে ইনশাল্লাহ কিছু হলেও যদি শিখতে পারি।

এটা ই-বুক তাই কোনো স্টিকি নোট রাখা হচ্ছে না। সাধারণত ওটাও অনেক উপকারি হয়। এছাড়া অনেকে হাইলাইটারও ব্যবহার করে বিভিন্ন অংশ এর জন্য। আপনারা কিভাবে পড়েন? টিপস ট্রিক্স থাকলে শেয়ার করতে পারেন।

আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দেন এবং এই জ্ঞান যেনো সুধু তার সন্তুস্টির জন্যে এবং দ্বীনের খেদমতের জন্যে হয় । 💕

photo_2025-01-17_01-31-36.jpg



বিঃ দ্রঃ লেখা হয় না একদম, তাই খুব একটা ভালো না হাতের লেখার অবস্থা।
 
Similar threads Most view View more
Back
Top