আপনার এক ক্লিকেই কতজনের গুনাহ জমা হচ্ছে ভেবে দেখেছেন?

Joined
Oct 12, 2024
Threads
46
Comments
76
Reactions
493
আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা।
আমরা অনেক সময় নাচ–গানের ভিডিও শেয়ার করি বা দেখি। আসলে শুধু নাচ–গানই হয় না, বরং আমাদের আমলনামায়ও ‘বোনাস গুনাহের লিস্ট’ এন্ট্রি হয়ে যায়।

কারণ, নাচ–গানের ভিডিও শেয়ার করলে যতজন দেখে, তাদের পাপের অংশ শেয়ারকারীর নামেও চলে যায়—মোবাইলটা হয়ে যায় যেন গুনাহ ডিস্ট্রিবিউশন সেন্টার।

আসুন আমরা এমন কিছু শেয়ার করি, যেটা দেখে সবাই আনন্দ পেতে পারে, আবার সওয়াবও জমা হয় ইনশাআল্লাহ।
 
Back
Top