আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ সালাফি ফোরামের বয়স ২ বছরের কিছুটা কম আর (এপ্রিল - ০৬ - ২০২৩ থেকে আগস্ট - ৫ - ২০২৪) এই সময়ের মধ্যে শুধুমাত্র গুগল সার্চ থেকে আমাদের ফোরামে ভিজিট করেছেন সর্বোমোট ১ লক্ষ ২২ হাজার ভিজিটর, ইম্প্রেশন ছিলো ২.০৬ মিলিয়ন। এটা কেবল মাত্র গুগলের হিসেব অন্যান্য সার্চ ইঞ্জিন এবং যারা ফেসবুক বা ইমেইল কিংবা সরাসরি এসেছে তাদের পরিমাণ আল্লাহই ভালো জানেন।
ফোরামের শুরু থেকে এখন পর্যন্ত যে অর্থের প্রয়োজন হয়েছে সেটার কোনো হিসেব নেই তবে ডোমাইন এবং সার্ভার বিল ব্যতীত আমাদের ফোরামে বর্তমান ব্যবহৃত রিসোর্সের মূল্য অনুযায়ী অর্থের পরিমাণ ১৫০০+ ডলার যা আজকের ডলার রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ ৭৬ হাজার টাকা। আর প্রতি বছরের ডোমাইন ও সার্ভার বিল প্রায় ৪০০ - ৫০০ ডলার বা বাংলাদেশি টাকায় ৫০-৬০ হাজার+ টাকা।
আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফোরামের সকল প্রকার খরচ আমাদের এডমিন একাই বহন করে আসছেন সেই সাথে ফোরাম মেইন্টেন্যান্স করে যাচ্ছেন। তবে বর্তমান সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে সুন্দরভাবে ফোরাম পরিচালনার আমাদের ফোরামে ডোনেশন সিস্টেম চালু করা হয়েছে, আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য।
আপনার অনুদানের অর্থ সাদাকায়ে জারিয়া হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আর সেই সাথে আপনাদের অনুদানের স্বীকৃতি স্বরূপ আপনাদের জন্য কিছু এক্সট্রা ফ্যাসিলিটির ব্যাবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ, যা ডোনেশন পেইজে ভিজিট করলেই দেখতে পাবেন ইনশাআল্লাহ।
❑ এখন পর্যন্ত যে টাকা অনুদান পেয়েছি তা জানতে এখানে দেখুন : সালাফি ফোরাম সাপোর্টার।
আল্লাহ আমাদেরকে ও আপনাদের পাঠানো অনুদান কবুল করুক। - আমীন।
আলহামদুলিল্লাহ সালাফি ফোরামের বয়স ২ বছরের কিছুটা কম আর (এপ্রিল - ০৬ - ২০২৩ থেকে আগস্ট - ৫ - ২০২৪) এই সময়ের মধ্যে শুধুমাত্র গুগল সার্চ থেকে আমাদের ফোরামে ভিজিট করেছেন সর্বোমোট ১ লক্ষ ২২ হাজার ভিজিটর, ইম্প্রেশন ছিলো ২.০৬ মিলিয়ন। এটা কেবল মাত্র গুগলের হিসেব অন্যান্য সার্চ ইঞ্জিন এবং যারা ফেসবুক বা ইমেইল কিংবা সরাসরি এসেছে তাদের পরিমাণ আল্লাহই ভালো জানেন।
ফোরামের শুরু থেকে এখন পর্যন্ত যে অর্থের প্রয়োজন হয়েছে সেটার কোনো হিসেব নেই তবে ডোমাইন এবং সার্ভার বিল ব্যতীত আমাদের ফোরামে বর্তমান ব্যবহৃত রিসোর্সের মূল্য অনুযায়ী অর্থের পরিমাণ ১৫০০+ ডলার যা আজকের ডলার রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ ৭৬ হাজার টাকা। আর প্রতি বছরের ডোমাইন ও সার্ভার বিল প্রায় ৪০০ - ৫০০ ডলার বা বাংলাদেশি টাকায় ৫০-৬০ হাজার+ টাকা।
আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফোরামের সকল প্রকার খরচ আমাদের এডমিন একাই বহন করে আসছেন সেই সাথে ফোরাম মেইন্টেন্যান্স করে যাচ্ছেন। তবে বর্তমান সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে সুন্দরভাবে ফোরাম পরিচালনার আমাদের ফোরামে ডোনেশন সিস্টেম চালু করা হয়েছে, আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য।
আপনার অনুদানের অর্থ সাদাকায়ে জারিয়া হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আর সেই সাথে আপনাদের অনুদানের স্বীকৃতি স্বরূপ আপনাদের জন্য কিছু এক্সট্রা ফ্যাসিলিটির ব্যাবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ, যা ডোনেশন পেইজে ভিজিট করলেই দেখতে পাবেন ইনশাআল্লাহ।
- অনুদান পাঠাতে ভিজিট করুন: এই পেইজে
- ভারত থেকে PhonePe/UPI এর মাধ্যমেও ডোনেট করতে পারবেন এছাড়াও যেকোনো দেশ থেকে অনুদান পাঠাতে এই আইডিতে ম্যাসেজ করুন - @SalafiForum
❑ এখন পর্যন্ত যে টাকা অনুদান পেয়েছি তা জানতে এখানে দেখুন : সালাফি ফোরাম সাপোর্টার।
আল্লাহ আমাদেরকে ও আপনাদের পাঠানো অনুদান কবুল করুক। - আমীন।
Attachments