নোটিশ আপনাদের সহায়তা প্রয়োজন!

SalafiForum

Administrator

Forum Staff
Moderator
Generous
Salafi User
Joined
Nov 29, 2022
Threads
35
Comments
237
Solutions
3
Reactions
2,512
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ সালাফি ফোরামের বয়স ২ বছরের কিছুটা কম আর (জানুয়ারি ১৪ - ২০২৪ থেকে জানুয়ারি ১২ - ২০২৪) এই সময়ের মধ্যে শুধুমাত্র গুগল সার্চ থেকে আমাদের ফোরামে ভিজিট করেছেন সর্বোমোট ১ লক্ষ ৪৯ হাজার ভিজিটর, ইম্প্রেশন ছিলো ২.৪.৩ মিলিয়ন। এটা কেবল মাত্র গুগলের হিসেব অন্যান্য সার্চ ইঞ্জিন এবং যারা ফেসবুক বা ইমেইল কিংবা সরাসরি এসেছে তাদের পরিমাণ আল্লাহই ভালো জানেন।

1736930888403.jpeg


ফোরামের শুরু থেকে এখন পর্যন্ত যে অর্থের প্রয়োজন হয়েছে সেটার কোনো হিসেব নেই তবে ডোমাইন এবং সার্ভার বিল ব্যতীত আমাদের ফোরামে বর্তমান ব্যবহৃত রিসোর্সের মূল্য অনুযায়ী অর্থের পরিমাণ ১৫০০+ ডলার যা আজকের ডলার রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ ৭৬ হাজার টাকা। আর প্রতি বছরের ডোমাইন ও সার্ভার বিল প্রায় ৪০০ - ৫০০ ডলার বা বাংলাদেশি টাকায় ৫০-৬০ হাজার+ টাকা।

আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফোরামের সকল প্রকার খরচ আমাদের এডমিন একাই বহন করে আসছেন সেই সাথে ফোরাম মেইন্টেন্যান্স করে যাচ্ছেন। তবে বর্তমান সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে সুন্দরভাবে ফোরাম পরিচালনার আমাদের ফোরামে ডোনেশন সিস্টেম চালু করা হয়েছে, আপনাদের সবার সহযোগিতা একান্ত কাম্য।

আপনার অনুদানের অর্থ সাদাকায়ে জারিয়া হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আর সেই সাথে আপনাদের অনুদানের স্বীকৃতি স্বরূপ আপনাদের জন্য কিছু এক্সট্রা ফ্যাসিলিটির ব্যাবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ, যা ডোনেশন পেইজে ভিজিট করলেই দেখতে পাবেন ইনশাআল্লাহ।
  • অনুদান পাঠাতে ভিজিট করুন: এই পেইজে
  • ভারত থেকে PhonePe/UPI এর মাধ্যমেও ডোনেট করতে পারবেন এছাড়াও যেকোনো দেশ থেকে অনুদান পাঠাতে এই আইডিতে ম্যাসেজ করুন - @SalafiForum

❑ এখন পর্যন্ত যে টাকা অনুদান পেয়েছি তা জানতে এখানে দেখুন : সালাফি ফোরাম সাপোর্টার।


আল্লাহ আমাদেরকে ও আপনাদের পাঠানো অনুদান কবুল করুক। - আমীন।
 

Attachments

  • Donate.webp
    Donate.webp
    474.6 KB · Views: 416
@SalafiForum
আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ
মহান আল্লাহ যেনো তাওফীক দেন, সেজন্য দুআর দরখাস্ত রইল
 
@SalafiForum
আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ
মহান আল্লাহ যেনো তাওফীক দেন, সেজন্য দুআর দরখাস্ত রইল
আল্লাহ আপনার রিযিকে বারাকাহ দিক এবং তার রাস্তায় বেশি করে খরচ করার তাওফিক দান করুক। - আমীন।
 
আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ, মহান আল্লাহ তাআলা যেনো আমাকে তাওফীক দেন আমিন
আল্লাহ কবুল করুক।
 
আল্লাহ আপনাদের কবুল করুক, আমিন

ভাই একটা আবেদন রইলো, পোস্ট এর ফন্টগুলো বড় ছোট করার সিস্টেম করলে অনেক ভালো হয়। যদি বিষয়টা বিবেচনা করে দেখতেন।
 
সহনশীলতার পাঠ - বইটির পিডিএফ আপলোড করলে ভালো হতো
 
সহনশীলতার পাঠ - বইটির পিডিএফ আপলোড করলে ভালো হতো
ভাইয়া, PDF রিকুয়েস্ট করা নিষিদ্ধ। তাছাড়া যে পোস্ট যে সম্পর্কিত সেই সম্পৃক্ত কমেন্ট করবেন ইনশাআল্লাহ।
 
আমি আন্তরিকভাবে দুখিত.. আমি এই ওয়েবসাইটে নতুন...তাই অনেক কিছুই এখনো বুঝে উথতে পারি নি
 
আমি আন্তরিকভাবে দুখিত.. আমি এই ওয়েবসাইটে নতুন...তাই অনেক কিছুই এখনো বুঝে উথতে পারি নি
সমস্যা নেই ভাইয়া, সব কিছু বুঝতে একটু সময় লাগবেই এতে হতাশ হবেন না।
আল্লাহ সহজ করুক।
 
ফোরামটি অসাধারন,আমার ধারনাই ছিলো না মুসলিমদের এমন একটি প্লাটফর্ম থাকতে পারে।একে বারেই নতুন।তাই পুরো ধারনা নেই আপনাদের ফোরাম কিভাবে কাজ করে।কোন উপদেশ বা ফুল টিউটোরিয়াল দিলে উপকৃত হতাম।জাযাকাল্লাহ।
 
ফোরামটি অসাধারন,আমার ধারনাই ছিলো না মুসলিমদের এমন একটি প্লাটফর্ম থাকতে পারে।একে বারেই নতুন।তাই পুরো ধারনা নেই আপনাদের ফোরাম কিভাবে কাজ করে।কোন উপদেশ বা ফুল টিউটোরিয়াল দিলে উপকৃত হতাম।জাযাকাল্লাহ।
নিয়ম ও নীতিমালা এখানের পোস্টগুলো পড়ে দেখতে পারেন ইনশাআল্লাহ অথবা এখানের ভিডিয়োগুলো দেখে নিতে পারেন কীভাবে কি করবেন?
 
Back
Top