অন্যায়ের উৎপত্তি তিনটি

Joined
Jan 13, 2023
Threads
93
Comments
110
Reactions
1,327
অন্যায়ের উৎপত্তি তিনটি:

১. অহংকার: এটিই ইবলীসকে সেই দিকে ধাবিত করেছিল যা তাকে তাড়িত করেছিল (অর্থাৎ ইবলীস যা করেছিল)।

২. আকাঙ্ক্ষা: এটি সেই জিনিস যা আদমকে জান্নাত থেকে বহিষ্কার করেছিল।

৩. ঈর্ষা: এটি সেই জিনিস যা আদম সন্তানদের একজনকে তার ভাইয়ের বিরুদ্ধে সীমালঙ্ঘন করেছিল।

অতএব, যে ব্যক্তি এই তিনটি (বৈশিষ্ট্যের) অনিষ্ট থেকে রক্ষা পেয়েছে, সে প্রকৃতপক্ষে অনিষ্ট থেকে রক্ষা পেয়েছে। কারণ অবিশ্বাস অহংকার থেকে; ইচ্ছা থেকে অবাধ্যতা; এবং হিংসা থেকে সীমালঙ্ঘন ও নিপীড়ন।

ইবনে কাইয়্যিম আল-জাওযিয়াহ রাহিমাহুল্লাহ
আল-ফাওয়া-আইদ, ১/৫৮
 
Back
Top