মানহাজ অত্যাচারী শাসকের ফিতনায় পড়লে করণীয়

Joined
Jan 3, 2023
Threads
883
Comments
1,051
Reactions
9,447
অত্যাচারী শাসকের ফিতনায় পড়লে করণীয় সম্পর্কে প্রখ্যাত তাবেয়ী হাসান আল বসরী (রহিমাহুল্লাহ) বলতেন :

অত্যাচারী শাসকের ফিতনায় পড়লে মানুষ যদি আল্লাহকে ডাকতো, আল্লাহ তাদেরকে ফিতনা থেকে মুক্তি দিতেন। কিন্তু, সেটা না করে মানুষ তরবারীর শরণাপন্ন হয়, আর তাই তারা একটা দিনের জন্যও মঙ্গল বয়ে আনতে পারে না, ফিতনার মধ্যেই পড়ে থাকে।

এর পর তিনি নিচের আয়াতটি উদ্ধৃত করতেন; যে সম্প্রদায়কে দুর্বল মনে করা হত তাদেরকে আমরা আমাদের কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি; এবং বনী ইসরাঈল সম্বন্ধে আপনার রবের শুভ বাণী সত্যে পরিণত হল, যেহেতু তারা ধৈর্য ধরেছিল, আর ফিরআউন ও তার সম্প্রদায়ের শিল্প এবং যেসব প্রাসাদ তারা নির্মাণ করেছিল তা ধ্বংস করেছি। [সূরা: আল আরাফ ১৩৭, তাফসীর ইবনে আবি হাতিম ৮৮৯৭]
 
জাজাকাল্লাহ খাইরান
ওয়া-আনতুম ফা-জাযাকুমুল্লাহু খায়রান
Post automatically merged:

ওয়া-আনতুম ফা-জাযাকুমুল্লাহু খায়রান
 
Back
Top