উত্তর : হাদীছটি যঈফ। আল্লামা নাছিরুদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি মুনকার (যঈফ তিরমিযী হা/১৩১; যঈফ ইবনু মাজাহ, হা/৫৯৪; মিশকাত, হা/৪৬০)। শু‘আইব আল-আরনাউত্ব (রাহিমাহুল্লাহ) বলেন, ইসমাঈল বিন আয়াশ নামক দুর্বল রাবী থাকার কারণে হাদীছটি যঈফ (তাখরীজুল আওয়াছীম ওয়াল ক্বাওয়াছীম, ৪/৩২; তাখরীজু...