হাদীস ও সুন্নাহর মূল্যমান - PDF

হাদীস ও সুন্নাহর মূল্যমান - PDF শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী

Author
শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী
Publisher
তাওহীদ পাবলিকেশন্স
মুসলিমের নিকট সুন্নাহ, হাদীস ও তরীকায়ে মুহাম্মাদীর গুরুত্ব বিশাল। মহান আল্লাহর কিতাবের পর তাঁর প্রেরিত রসূল -এর তরীকা ছাড়া আর কার তরীকা উত্তম হতে পারে মুসলিমের কাছে? অবশ্য এই গুরুত্ব পাওয়ার বিভিন্ন কারণ আছে।

সুন্নাহ হল এক প্রকার অহী। অহী মাল্লু হল কুরআন মাজীদ। আর অহী গায়র মাল্লু হল সুন্নাহ। মহানবী (ﷺ)-এর উপর যে অহী আল্লাহর শব্দে সংরক্ষিত হত এবং যার তেলাঅতে প্রত্যেক অক্ষরের বিনিময়ে ১০টি করে সওয়াব পাওয়া যায়, তাই হল কুরআন। আর কুরআন ছাড়া যে শরয়ী নির্দেশ নিয়ে অহী নাযিল হত এবং যা মহানবী (ﷺ) নিজ ভাষায় ব্যক্ত করতেন তাই হল সুন্নাহ। বলা বাহুল্য এ কথা বিদিত যে, তিনি শরীয়তের ব্যাপারে নিজের তরফ থেকে কিছু বলতেন না।
  • Like
Reactions: Abu Umar
Similar resources Most view View more
Back
Top