বাঙ্গালী মুসলমানদের আত্মপরিচয় - PDF

বাঙ্গালী মুসলমানদের আত্মপরিচয় - PDF সৈয়দ ইসমাঈল হোসেন শিরাজী

বাঙ্গালাদেশের অ-মুসলমান ভ্রাতারা মুসলমানদিগের মনে যত প্রকার উপায়ে নীচ ধারণা জন্মাইয়া দিয়াছে তাহার মধ্যে “মুসলমানেরা নিম্নশ্রেণির হিন্দু-বংশজ” এই কথাটা সর্বাপেক্ষা সাংঘাতিক ক্ষতিকর। এই সাংঘাতিক বাক্যের উপর বিশ্বাস করিয়া জগদ্বিখ্যাত বিশ্ববিজয়ী আরব, ইরানী, তুর্কী এবং পাঠানের সন্তান ও অপরদিকে চিরদাস, চিরনগণ্য, অর্ধসভ্য নিম্নশ্রেণির হিন্দু বংশজ বলিয়া প্রাণের ভিতরে কোনও প্রকার জাতীয় গৌরব বা শ্রেষ্ঠত্বের উদ্বোধন বোধ করে না। এই হীনধারণা যতদিন পর্যন্ত দূরীভূত না হইবে, সে পর্যন্ত আমাদের ছাত্র ও যুবকদিগের মনে উচ্চ ধারণা প্রভুত্ব পরাক্রমের কল্পনার কিছুতেই সঞ্চার হইবে না। এই ধারণা পরোক্ষ ও প্রত্যক্ষভাবে কী রূপ মহামারী কাণ্ডের সূচনা করিয়াছে, পাঠক-পাঠিকা তাহার একটি জ্বলন্ত দৃষ্টান্ত দেখুন
Author
সৈয়দ ইসমাঈল হোসেন শিরাজী
Publisher
Uploader
Mahin AlamVerified member
Downloads
2
Views
500
First release
Last update

Ratings

0.00 star(s) 0 ratings
Back
Top