বড় হওয়ার স্বপ্ন - PDF

বড় হওয়ার স্বপ্ন - PDF শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।

'বড় হওয়ার স্বপ্ন' সকলের জীবনেই আছে। পাঠকের হাতে তেমন একটি স্বপ্নের কাহিনী এক প্রবাসী ভাইয়ের। যিনি বড় হতে গিয়ে ছোট হয়ে যান, চলার পথে পদে পদে হোঁচট খান, উন্নতির পর্বত-চূড়ায় পৌছে যাওয়ার কিছু পূর্বে পিছল কেটে নিচে পড়ে যান। যাঁর সুদৃঢ় বিশ্বাস আছে,

'যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে,
বারেক হতাশ হয়ে কে কোথায় মরে?
বিপদে পতিত তবু ছাড়িব না হাল,
আজিকে বিফল হলে হতে পারে কাল।”​

যিনি জীবনে বহু লাঞ্ছিত হয়েছেন, ব্যথা পেয়েছেন, বেদনার কাঁটায় কোমল হৃদয় ক্ষত-বিক্ষত হয়েছে, তবুও আশা রাখেন,
'আমার সকল কাঁটা ধন্য করে ফুটবে গো ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে।”

যিনি জীবনে বহু ভুল করেছেন এবং সে ভুল শুধরে নিয়েছেন, অন্ধকারাচ্ছন্ন পথে চলার পর, আলোর পথের দিশা পেয়েছেন। যাঁর বড় হওয়ার স্বপ্ন' আছে, স্বপ্ন বাস্তব করার প্রচেষ্টা ও সাধনা আছে। যিনি ভুল করেছেন এবং চান যে, তাঁর মতো ভুল যেন কেউ না করে। যিনি দুঃখ-কষ্ট পেয়েছেন এবং চান যে, তাঁর মতো দুঃখ-কষ্ট যেন কেউ না পায় ।
তার হাতে এবং তাঁর মতো বড় হওয়ার স্বপ্ন'-ওয়ালাদের হাতে আমার এটি ক্ষুদ্র উপহার। আমার আশা, তাঁরা সকলেই এই উপহারের যেটি ভোগ্য, সেটি ভোগ করবেন এবং যেটি ত্যাজ্য, সেটি ত্যাগ করবেন।
  • বড় হওয়ার স্বপ্ন.webp
    বড় হওয়ার স্বপ্ন.webp
    15.9 KB · Views: 124
Author
শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।
Publisher
তাওহীদ পাবলিকেশন্স
Uploader
Abu Umar
Downloads
5
Views
548
First release
Last update

Ratings

0.00 star(s) 0 ratings

More books from Abu Umar

Back
Top