ফাযায়েলে আ'মাল | Fazayele Amol - PDF

ফাযায়েলে আ'মাল | Fazayele Amol - PDF শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।

Author
শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।
আল্লাহ তাআলা মানব-দানব সৃষ্টি করেছেন কেবলমাত্র তাঁর ইবাদতের জন্য। তিনি তাঁর কুরআন কালামে বলেন,
আমার ইবাদতের জন্যই আমি মানুষ এবং জ্বিনকে সৃষ্টি করেছি; আমি ওদের নিকট হতে কোন জীবিকা চাই না এবং এও চাই না যে, ওরা আমার আহার্য যোগাবে। আল্লাহই তো জীবিকাদাতা এবং প্রবল পরাক্রান্ত। (সূরা যারিয়াত ৫৬-৫৮ আয়াত)

ইবাদত কখন, কিভাবে ও কত পরিমাণে করতে হবে তা কুরআন ও সুন্নাহতে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। যে ইবাদত করতে বান্দা আদিষ্ট হয়েছে তার পশ্চাতে কোন যুক্তি প্রকাশ পেলে অথবা না পেলে এবং তা করলে কত পরিমাণ কি সওয়াব নির্ধারিত আছে সে কথা জানতে পারলে অথবা না পারলেও তা সম্পাদন করতেই হবে। কারণ, তা মা'বূদের আদেশ। তাঁর আদেশ উল্লঙ্ঘন করার মত দুঃসাহস মিসকীন বান্দার হতে পারে না।
Similar resources Most view View more
Back
Top