দ্বীনী শিক্ষার প্রতিবন্ধকতা - PDF

দ্বীনী শিক্ষার প্রতিবন্ধকতা - PDF শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।

Author
শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।
বহু তালেবে ইল্ম আছে যারা বড় আলেম হওয়ার আশা রাখে কিন্তু কোন বাধা এসে তাকে সে পথে চলতে প্রতিহত করে। অনেকের নিকট যথেষ্ট ইল্ম তো থাকে কিন্তু তবুও কোন প্রতিবন্ধক থাকার কারণে নিজেকে যোগ্য আলেম বলে মনে করতে পারেন না অথবা লোকে তাঁকে বড় বলে মানে না অথবা নিজের প্রতিভার প্রতিভাত করতে পারেন না। যাঁরা বড় আলেম হতে চান তাঁরা নিশ্চয় সে সব বাধা ও প্রতিবন্ধককে জানতে ও চিনতে অবশ্য অবশ্যই আগ্রহী হবেন। অতঃপর পারলে নিশ্চয়ই তা উল্লংঘন করে প্রকৃত সমস্যার সমাধান খুঁজে বের করে, আত্মসমালোচনার মাধ্যমে নিজের মন ও জীবন থেকে ত্রুটির আগাছাসমূহ খুঁড়ে তুলে ফেলে উর্বর জমির মত উৎপাদনশীল করে ইমের পথে অগ্রসর হতে চেষ্টা করবেন।
  • Like
Reactions: Anonymous User
Similar resources Most view View more
Back
Top