কোর'আন ও সহীহ হাদীসের আলোকে ব্যভিচার ও সমকাম - PDF

কোর'আন ও সহীহ হাদীসের আলোকে ব্যভিচার ও সমকাম - PDF শাইখ মুস্তাফিজুর রহমান মাদানী

Author
শাইখ মুস্তাফিজুর রহমান মাদানী
ব্যভিচার একটি মারাত্মক অপরাধ। হত্যার পরই যার অবস্থান। কারণ, তাতে বংশ পরিচয় সঠিক থাকে না। লজ্জাস্থানের হিফাযত হয় না। সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক সম্মান রক্ষা পায় না। মানুষে মানুষে কঠিন শত্রুতার জন্ম নেয়। দুনিয়ার সুস্থ পারিবারিক ব্যবস্থা এতটুকুও অবশিষ্ট থাকে না। একে অন্যের মা, বোন, স্ত্রী, কন্যাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয়। এ কারণেই তো আল্লাহ্ তা'আলা এবং তদীয় রাসূল (ﷺ) হত্যার পরই এর উল্লেখ করেছেন।
Similar resources Most view View more
Back
Top