- Author
- ড. মুযাফফর বিন মুহসিন
- Publisher
- ইসলামিক রিসার্চ এ্যান্ড রিফর্মেশন সেন্টার, ঢাকা
- Language
- বাংলা
- Number Pages
- 98
সংক্ষিপ্ত আকারে হজ্জ ও ওমরাহ সম্পর্কে জানতে উপকারী ও নির্ভরযোগ্য একটি বই।
হজ্জ ইসলামের রুকন সমূহের একটি গুরুত্বপূর্ণ রুকন। হজ্জের কর্মসূচী মাত্র কয়েক দিনের হলেও এর হুকুম-আহকাম অনেক। এগুলো শরী'আত মোতাবেক পালন করলে এর প্রতিদান সরাসরি জান্নাত। এছাড়া আরাফার মাঠসহ দু'আ কবুলের স্থানগুলোতে দু'আ করে দুনিয়া ও আখেরাতের জীবনকে ধন্য করার সুবর্ণ সুযোগ রয়েছে এই ইবাদতে। কিন্তু অধিকাংশ মানুষ টাকার জোরে হজ্জ করতে যায় সমাজে হাজী হিসাবে যাহের করার জন্য। অথচ রাসূল (ﷺ) হজ্জ করতে এসে বারবার বলেছিলেন -
আল্লাহ! এই হজ্জ লোক দেখানোর জন্যও নয় এবং জনশ্রুতির জন্যও নয়'।' তাই বিশুদ্ধভাবে হজ্জ পালনের জন্য তেমন কোন প্রস্তুতি গ্রহণ করতে দেখা যায় না, বরং চরম অবহেলা পরিলক্ষিত হয়। সেজন্য বারবার হজ্জ করলেও হাজীর জীবনে কোন পরিবর্তন আসে না। সূদ-ঘুষ, দুর্নীতি-আত্মসাৎ, জুয়া-লটারি, হারাম ব্যবসা, প্রতারণা, অশ্লীলতাসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে। এগুলো হজ্জ কবুল না হওয়ার লক্ষণ।
হজ্জ ইসলামের রুকন সমূহের একটি গুরুত্বপূর্ণ রুকন। হজ্জের কর্মসূচী মাত্র কয়েক দিনের হলেও এর হুকুম-আহকাম অনেক। এগুলো শরী'আত মোতাবেক পালন করলে এর প্রতিদান সরাসরি জান্নাত। এছাড়া আরাফার মাঠসহ দু'আ কবুলের স্থানগুলোতে দু'আ করে দুনিয়া ও আখেরাতের জীবনকে ধন্য করার সুবর্ণ সুযোগ রয়েছে এই ইবাদতে। কিন্তু অধিকাংশ মানুষ টাকার জোরে হজ্জ করতে যায় সমাজে হাজী হিসাবে যাহের করার জন্য। অথচ রাসূল (ﷺ) হজ্জ করতে এসে বারবার বলেছিলেন -
আল্লাহ! এই হজ্জ লোক দেখানোর জন্যও নয় এবং জনশ্রুতির জন্যও নয়'।' তাই বিশুদ্ধভাবে হজ্জ পালনের জন্য তেমন কোন প্রস্তুতি গ্রহণ করতে দেখা যায় না, বরং চরম অবহেলা পরিলক্ষিত হয়। সেজন্য বারবার হজ্জ করলেও হাজীর জীবনে কোন পরিবর্তন আসে না। সূদ-ঘুষ, দুর্নীতি-আত্মসাৎ, জুয়া-লটারি, হারাম ব্যবসা, প্রতারণা, অশ্লীলতাসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে। এগুলো হজ্জ কবুল না হওয়ার লক্ষণ।