- Publisher
- আলোকিত প্রকাশনী
অবতরণিকা
الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين، نبينا محمد وعلى آله
ইসলামী শরীয়তের বিধান নির্ধারণে রয়েছে নানা মৌলিক নীতিমালা। তালেবে ইলম যদি সেগুলির অনুসরণ করে, তাহলে কুরআন-সুন্নাহ বোঝা, শরীয়তের বিধান নির্ধারণ করা ও ফতোয়া প্রদান করার ক্ষেত্রে সমস্যা বা বিভ্রান্তিতে পড়তে হয় না। এমনিতে এক-এক মযহাবের নিজস্ব নীতিমালা আছে। কিন্তু সবচেয়ে সুন্দর নীতিমালা হল আহলুল হাদীসের নীতিমালা। আমি বক্ষমাণ পুস্তিকায় তাঁদেরই নীতিমালা পরিবেশন করার চেষ্টা করেছি। এ বিষয়ে যে সকল গ্রন্থের সহযোগিতা নিয়েছি, তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হল, যাকারিয়া বিন গুলাম কাদির সাহেব প্রণীত ‘উসূলুল ফিক্হ আলা মানহাজি আহলিল হাদীষ'। কোন কোন নীতির ক্ষেত্রে মতভেদ থাকা স্বাভাবিক। আমি তা এড়িয়ে চলতে চেষ্টা করেছি। অনেক ক্ষেত্রে নীতির উদাহরণ উল্লেখ করা সম্ভব হয়নি। বেশির ভাগ ক্ষেত্রে সংক্ষেপ করার কথা মাথায় নিয়ে অগ্রসর হয়েছি। এমতাবস্থায় বিস্তারিত জানার জন্য তালেবে ইলমকে বড় বড় গ্রন্থ পড়ার অনুরোধ করছি। যারা বাংলা-ইংরেজিতে দ্বীন শিক্ষা করেন, তাদের ক্ষেত্রেও এ সকল নীতিমালা দ্বীন বুঝতে অনেকটা সাহায্য করবে বলে আমার বিশ্বাস। এই বিশ্বাস আছে একজন দ্বীনী ভাইয়ের। তারই অনুপ্রেরণায় এই পুস্তিকার অবতারণা। মহান আল্লাহ তাঁকে, আমাকে, প্রকাশককে ও সকল পাঠককে সঠিক দ্বীন বুঝে আমল করার তওফীক দান করুন। আমীন।
বিনীত----
আব্দুল হামীদ আল ফাইযী আল-মাদানী
আল-মাজমাআহ,
সউদী আরব ১৯/১২/৪২, ২৯/৭/২১
আব্দুল হামীদ আল ফাইযী আল-মাদানী
আল-মাজমাআহ,
সউদী আরব ১৯/১২/৪২, ২৯/৭/২১
- Purchase Link
- Click Here to BUY NOW!
বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।