ইন্টারনেট ইমান, আখলাক, বিবেক-বুদ্ধির পরীক্ষা - PDF

বাংলা বই ইন্টারনেট ইমান, আখলাক, বিবেক-বুদ্ধির পরীক্ষা - PDF মুহাম্মদ ইবনে ইব্রাহীম আল হামদ

ইন্টারনেট এবং ইন্টারনেটের শুভ ও কল্যাণকর ব্যবহার কীভাবে সম্ভব সে বিষয়ে কিছু ধারণার সন্নিবেশ। আশা করি এ প্রবন্ধে নিম্নবর্ণিত পয়েন্টগুলোর প্রতি আলোকপাত করতে সক্ষম হব:

১. ইন্টানেট একটি পরীক্ষা।
২. কীভাবে ইন্টারনেটের সদ্ব্যবহার সম্ভব।
৩. শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে সতর্কতা।
৪. সময় নির্দিষ্টকরণ ও উদ্দেশ্য নির্ণয়।
৫. শেষ ফলাফলের প্রতি দৃষ্টি।
৬. দৃষ্টি অবনত রাখা।
৭. নিশ্চিত হওয়া।
৮. ভেবে-চিন্তে অভিমত ব্যক্ত করা।
৯. উপাস্থাপনে ভারসাম্যতা।
১০. যা উপকারী তা পেশ করায় অংশ গ্রহণ ।
১১. অন্যায়ের প্রতিবাদ।
১২. কিছু জিজ্ঞাসা
Author
Abu AbdullahVerified member
Downloads
6
Views
255
First release
Last update

Ratings

5.00 star(s) 1 ratings

More books from Abu Abdullah

Latest reviews

জাযাকাল্লাহু খাইরান
Back
Top