সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
আল ফাতওয়া আলহামাউইয়্যা আল কুবরা - PDF

বাংলা বই আল ফাতওয়া আলহামাউইয়্যা আল কুবরা - PDF ইমাম ইবনে তাইমিয়্যা (রাহি.)

প্রিয় প্রকাশক, আমরা নিজেরা কখনোই বই স্ক্যান করে PDF বানাই না এবং কাউকে এমনটা করতেও বলি না। PDF টি ইন্টারনেট থেকে সংগ্রহীত ফোরাম থেকে বইটির PDF রিমুভ করতে ইমেইল করুন [email protected]

আল ফাতওয়া আলহামাউইয়্যা আল কুবরা - PDF
দীন আল-ইসলাম”-এর ব্যাপারে কাদের নীতি অবলম্বন করতে হবে, কাদের অবস্থান আমাদের জন্য অবশ্য অনুকরণীয় তার ব্যাপারে নিশ্চিতভাবে বলা আবশ্যক হবে যে, তারা হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর অনুসারী সাহাবায়ে কিরাম রাদ্বিয়াল্লাহু আনহুম। আর সে জন্যই যারা এ পন্থা ধারণ করে তাদেরকে আহলুস্ সুন্নাত ওয়াল জামা‘আত বলে। কেননা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণের বাইরে যায় না।

সাহাবায়ে কিরাম হচ্ছেন এ উম্মতের জন্য সালাফ বা উত্তম পূর্বসূরী। কুরআনে কারীম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বুঝতে গিয়ে যারা এ সম্মানিত উত্তরসূরীদেরকে যথাযথভাবে অনুসরণ করবে তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আহ। কিয়ামত পর্যন্ত যারাই এ নীতি সুন্দরভাবে মেনে চলবে, সাহাবায়ে কিরামের সকলের দিকে সম্পৃক্ত করে তাদেরকে সালাফী বলা হবে। যেমনিভাবে তাদেরকে নাজাতপ্রাপ্ত গোষ্ঠী, সাহায্যপ্রাপ্ত সম্প্রদায়, আছারের অনুসারী, হাদীসের অনুসারী ইত্যাদি নাম প্রদান করা হয়। এ সম্পর্ক কোনো ব্যক্তি বিশেষের দিকে নয়, কোনো নতুন মতাদর্শের দিকে নয়। এর সম্পৃক্ততা তো কেবল সাহাবায়ে কিরামের ব্যাপক ও প্রাচীন মানহাজ বা বিশুদ্ধ পদ্ধতির অনুসরণের দিকে। তাই তারাই সালাফী মানহাজের অনুসারী বলে বিবেচিত হবে যারা,

• সাহাবায়ে কিরামের আকীদায় থাকবে।
• সাহাবায়ে কিরামের আমল ও কর্মে থাকবে।
• সাহাবায়ে কিরামের আখলাক-চরিত্রে থাকবে।
• সাহাবায়ে কিরাম যা থেকে দলীল গ্রহণ করতেন তার ওপর থাকবে।
• সাহাবায়ে কিরাম যেভাবে দলীল গ্রহণ করতেন সেভাবে দলীল গ্রহণ করবে।
• সাহাবায়ে কিরাম আত্মশুদ্ধির যে পদ্ধতি অবলম্বন করবে তারা সে পদ্ধতির অনুসরণ করবে।
• সাহাবায়ে কিরাম যে পদ্ধতিতে রাসূলকে ভালোবাসতেন তারাও সে পদ্ধতিতে রাসূলকে ভালোবাসবে।
• সাহাবায়ে কিরাম যে পদ্ধতিতে ও যেদিকে দাওয়াত দিতেন তারাও সে পদ্ধতিতে দাওয়াত প্রদান করবে।
• সাহাবায়ে কিরাম দুনিয়ার কর্তৃত্ব ও নেতৃত্বের ব্যাপারে যে নীতি অবলম্বন করেছেন তারাও সে নীতিতে অবস্থান করবে।
• সাহাবায়ে কিরাম ভিন্ন মতাবলম্বীদের সাথে যে নীতি অবলম্বন করতেন তারাও একই ধরনের নীতিতে অবস্থান করবে।

সুতরাং যদি দীনে ইসলামের ওপর টিকে থাকতে হয়, যদি সঠিক পদ্ধতিটির অনুসরণ করতে হয় তবে কোনোক্রমেই সাহাবায়ে কিরাম ও তাদের সুন্দর অনুসারীদের মতাদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

ইসলামের ইতিহাসে যারাই পথভ্রষ্ট হয়েছে তারাই উপরোক্ত পথ থেকে বিচ্যুত হওয়ার কারণে হয়েছে। যেমন নতুন মত ও পথে চলার কারণে খারেজী, রাফেযী, মু'তাযিলী, কাদারী, জাবরী, মুরজী ইত্যাদি ফির্কাসমূহের উদ্ভব ঘটেছে। অনুরূপভাবে একক ব্যক্তি বিশেষের মতবাদ অনুসরণের কারণে জাহমিয়া, আশ'আরিয়্যাহ, মাতুরিদিয়্যাহ ইত্যাদি ফির্কাসমূহের উৎপত্তি হয়েছিল। তাই যদি ইসলামের সঠিক মতাদর্শে থাকতে হয় তবে আমাদেরকে সালাফে সালেহীনের মতাদর্শকে অনুসরণ করতেই হবে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
Purchase Link
Click Here to BUY NOW!

বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।

Latest reviews

মাশাল্লাহ,বইটি ইসলামী আকিদা ও মানহাজের উপর সেরা এলটি বই।বইটি পড়লে বিভিন্ন সংশয় ও প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আল্লাহ তায়ালা ইমাম তাইমিয়া রহ. উপর শান্তি বর্ষিত ,আমিন।
মাশাল্লাহ,বইটি ইসলামী আকিদা ও মানহাজের উপর সেরা এলটি বই।বইটি পড়লে বিভিন্ন সংশয় ও প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আল্লাহ তায়ালা ইমাম তাইমিয়া রহ. উপর শান্তি বর্ষিত ,আমিন।
Alhamdulillah, very informative book for any true salafi
boiti khubi sundor. sobar ekbar holeo pora uchit .
মা শা আল্লাহ। অনেক সুন্দর আলোচনা ও শিক্ষনীয় বিষয় সম্বোলিত একটি বই। জাযাকুমুল্লাহ খায়ের❤️
  • sahadatcme
  • 5.00 star(s)
  • Version: ইমাম ইবনে তাইমিয়্যা (রাহি.)
মা শা আল্লাহ । খুব জরুরি একটি বই । জাযাকুমুল্লাহু খাইরান
  • Anonymous
  • 5.00 star(s)
  • Version: ইমাম ইবনে তাইমিয়্যা (রাহি.)
best
  • Halim
  • 5.00 star(s)
  • Version: ইমাম ইবনে তাইমিয়্যা (রাহি.)
মা শা আল্লাহ অসাধারণ একটি বই। নানান ফিরকা ও তাদের আকিদা সম্পর্কে জানতে ও সালাদের আকিদার সাথে তাদের আকিদার পার্থক্য জানতে এই বইটি সত্যিই অসাধারণ
Top